অহিতকারী

অহিতকারী (-রিন্)–বিণ. অপকার করে এমন, ক্ষতি করে এমন।

অহিতকামী

অহিতকামী (-মিন্)–বিণ. অমঙ্গল কামনা করে এমন।

অহিত

অহিত [ ahita ] বি. হিত বা মঙ্গলের অভাব, অমঙ্গল; ক্ষতি (হিতাহিত জ্ঞান)। [সং. ন + হিত]। অহিতকর–বিণ. ক্ষতিকর, অপকারী। অহিতকামী (-মিন্)–বিণ. অমঙ্গল কামনা করে এমন। অহিতকারী (-রিন্)–বিণ. অপকার করে এমন, ক্ষতি করে এমন। অহিতাচরণ, অহিতাচার–বি. অনিষ্টসাধন।

অহিচ্ছত্র

অহিচ্ছত্র [ ahicchatra ] বি. প্রাচীন পঞ্চাল রাজ্যের উত্তরাংশ। [সং. অহি + ছত্র]।

অহিংসা

অহিংসা [ ahiṃsā ] বি. হিংসাবৃত্তির অভাব; অন্যকে পীড়ন না করা; দ্বেষহীনতা; জীবহত্যা না করা। [সং. ন + হিংসা]।

অহিংসক

অহিংসক, অহিংস্র [ ahiṃsaka, ahiṃsra ] বিণ. ১. হিংসা করে না এমন; ২. অন্যকে আঘাত করে না এমন (‘অহিংসক পাণ্ডবের না করিবে হিংসা’: মধু)। [সং. ন + হিংসক, হিংস্র]।

অহিংস

অহিংস [ ahiṃsa ] বিণ. ১. হিংসাশূন্য, হিংসা নেই এমন; ২. অন্যকে আঘাত দিতে চায় না এমন (সম্রাট অশোকের অহিংস নীতি)। [সং. ন + হিংসা]। অহিংস অসহযোগ–(রাজ.) বলপ্রয়োগহীন অসহযোগ আন্দোলন, non-violent non-cooperation.