অহেতুক

অহেতুক [ ahētuka ] বিণ. ১. অকারণ, অনর্থক; ২. নিঃস্বার্থ (অহেতুক আনন্দ)। ক্রি-বিণ. বিনা কারণে, শুধু শুধু (অহেতুক রেগে গেহ)। [সং. ন + হেতু + ক]।  স্ত্রী. অহেতুকী (অহেতুকী ভক্তি)।

অহে

অহে [ ahē ] অব্য. (বর্ত. অপ্র.) সম্বোধনসূচক শব্দ। তু. ওহে।

অহৃষ্ট

অহৃষ্ট [ ahŗşţa ] বি. হৃষ্ট বা আনন্দিত নয় এমন; অসন্তুষ্ট। [সং. ন + হৃষ্ট]।

অহীন্দ্র

অহীন্দ্র [ ahīndra ] বি. ১. সর্পরাজ অনন্তনাগ; ২. অনন্তমূল গাছ। [সং. অহি + ইন্দ্র]।

অহিফেন

অহিফেন [ ahiphēna ] বি. আফিং, opium. [আ. আফ্য়ূন থেকে নকল সংস্কৃত]।

অহিতুণ্ডিক

অহিতুণ্ডিক [ ahituņḍika ] বি. সাপুড়ে, যে সাপের মুখ ধরে খেলা করে। [সং. অহিতুণ্ড (=সাপের মুখ) + ইক]।