অল্পজ্ঞ

অল্পজ্ঞ–বিণ. অল্প জানে এমন, অল্প জ্ঞানবিশিষ্ট।

অল্পজীবী

অল্পজীবী (বিন্)–বিণ অল্পকাল বাঁচে এমন। বি. অল্পজীবিতা।

অহোরাত্র

অহোরাত্র [ ahō-rātra ] অব্য. ক্রি-বিণ. দিনরাত; সর্বদা। [সং. অহন্ (অহঃ) + রাত্রি (=রাত্র)]।

অহো

অহো [ ahō ] অব্য. দুঃখ, বিস্ময়, আনন্দ প্রভৃতির সূচক শব্দ (অহো, কী আনন্দ; অহো কী দেখলাম)। তু. ওহো।

অহৈতুক

অহৈতুক [ ahaituka ] বিণ. অকারণ, অহেতুক; অযৌক্তিক; স্বার্থসিদ্ধির আকাঙ্ক্ষাশূন্য। [সং. ন + হৈতুক]। স্ত্রী. অহৈতুকী (অহৈতুকী ভক্তি)।