অল্পমতি

অল্পমতি–বিণ. হীনচেতা, নীচ; বোকা অল্পবুদ্ধিসম্পন্ন।

অল্পবুদ্ধি

অল্পবুদ্ধি–বিণ. সামান্য বুদ্ধিসম্পন্ন; মন্দমতি; জড়বুদ্ধি।

অল্পবিস্তর

অল্পবিস্তর–বিণ. ক্রি. বিণ. মোটামুটিরকম; একটু-আধটু; কম-বেশী।

অল্পবিদ্যা

অল্পবিদ্যা–বি. অগভীর জ্ঞান, সামান্য লেখাপড়া। অল্পবিদ্যা ভয়ংকরী–সামান্য বিদ্যা খুব ক্ষতিকর কারণ এতে অহংকার জন্মে অথচ প্রকৃত পাণ্ডিত্য লাভ হয় না।

অল্পপ্রাণ

অল্পপ্রাণ১–বিণ. ১. অল্পায়ু, অল্প  কাল বাঁচে এমন; ২. ক্ষুদ্রপ্রাণ, অনুদার; ৩. (ব্যাক.) ক্ষীণ শ্বাসযোগে উচ্চারিত। অল্পপ্রাণ২–বর্ণ প্রতি বর্গের প্রথম, তৃতীয় ও পঞ্চম বর্ণ এবং য র ল ব এই কয়টি বর্ণ অল্প শ্বাসযোগে উচ্চারিত হয় বলে এদের অল্পপ্রাণ বর্ণ বলে।