অল্প
অল্প [ alpa ] বিণ. ১. ঈষত্, কম (অল্প গরম, অল্প কথার মানুষ); ২. একটু, একটুখানি, সামান্য (অল্প একটু ভাত); ৩. লঘু (অল্পপ্রাণ); ৪. অনুদার, হীন (অল্পমতি); ৫. ক্ষুদ্র (অল্প বৃদ্ধি, অল্প শক্তি)। সর্ব. কম লোক বা বস্তু বা বিষয় (অল্পেই একথা জানে, অল্পের জন্য)। [সং. √ অল্ + প]। বি. অল্পতা, অল্পত্ব। অল্প জলের মাছ–বি.(আল.) ১. সামান্য পুঁজিবিশিষ্ট লোক, সামান্য অবস্হার লোক; ২. যে ব্যক্তি অল্প ধন বা বিদ্যা নিয়েও ধন বা বিদ্যার বড়াই করে। অল্পের উপর দিয়ে যাওয়া–ক্রি. বি. সামান্য ক্ষতি বা কষ্টের বিনিময়ে রেহাই পাওয়া। অল্পজীবী (বিন্)–বিণ অল্পকাল বাঁচে এমন। বি. অল্পজীবিতা। অল্পজ্ঞ–বিণ. অল্প জানে এমন, অল্প জ্ঞানবিশিষ্ট।...