অষ্টচত্বারিংশ

অষ্টচত্বারিংশ, অষ্টচত্বারিংশত্তম–বিণ. আটচল্লিশসংখ্যক; আটচল্লিশের পূরক।

অষ্টক

অষ্টক–বি. আটের সমষ্টি; আটটি অধ্যায়যুক্ত বা শ্লোকসংবলিত গ্রন্হ। বিণ. আটসংখ্যক।

অষ্টঐশ্বর্য

অষ্টঐশ্বর্য–বি. ঈশ্বর বা শিবের আটপ্রকার বিভূতি বা অলৌকিক গুণ।

অল্প

অল্প [ alpa ] বিণ. ১. ঈষত্, কম (অল্প গরম, অল্প কথার মানুষ); ২. একটু, একটুখানি, সামান্য (অল্প একটু ভাত); ৩. লঘু (অল্পপ্রাণ); ৪. অনুদার, হীন (অল্পমতি); ৫. ক্ষুদ্র (অল্প বৃদ্ধি, অল্প শক্তি)। সর্ব. কম লোক বা বস্তু বা বিষয় (অল্পেই একথা জানে, অল্পের জন্য)। [সং. √ অল্ + প]। বি. অল্পতা, অল্পত্ব। অল্প জলের মাছ–বি.(আল.) ১. সামান্য পুঁজিবিশিষ্ট লোক, সামান্য অবস্হার লোক; ২. যে ব্যক্তি অল্প ধন বা বিদ্যা নিয়েও ধন বা বিদ্যার বড়াই করে। অল্পের উপর দিয়ে যাওয়া–ক্রি. বি. সামান্য ক্ষতি বা কষ্টের বিনিময়ে রেহাই পাওয়া। অল্পজীবী (বিন্)–বিণ অল্পকাল বাঁচে এমন। বি. অল্পজীবিতা। অল্পজ্ঞ–বিণ. অল্প জানে এমন, অল্প জ্ঞানবিশিষ্ট।...

অল্পাহার

অল্পাহার–বি. অল্প আহার, লঘু ভোজন। বিণ. অল্প খায় এমন।

অল্পাশয়

অল্পাশয়–বিণ. হীনমতি; তুচ্ছ বিষয়ে আকাঙ্ক্ষা করে এমন।