হলদি

হলদি [ haladi ] বি. (আঞ্চ.) হলুদ। [প্রাকৃ. হলিদ্দা < সং. হরিদ্রা]।

হলকা

হলকা [ halakā ] বি. ১ পাল, দল, দঙ্গল (‘ষোড়শ হলকা হাতী’: ভা. চ.); ২ ঘোড়ার গলায় পরাবার চামড়ার বেড়; ৩ উত্তপ্ত প্রবাহ (আগুনের হলকা)। [আ.]।

হর্যশ্ব

হর্যশ্ব [ haryaśba ] বি. ইন্দ্র। [সং. হরি (পিঙ্গলবর্ণ) + অশ্ব]।

হর্যক্ষ

হর্যক্ষ [ haryakṣa ] বি. ১ সিংহ; ২ কুবের। [সং. হরি (পিঙ্গলবর্ণ) + অক্ষি]।

হর্ম্য

হর্ম্য [ harmya ] বি. মনোহর অট্টালিকা, ধনীদের বাসভবন, সৌধ, প্রাসাদ। [সং. √ হৃ + য (ম্-আগম)]।

হরেদরে

হরেদরে [ harē-darē ] ক্রি-বিণ. ১ মোটামুটি; ২ গড়পড়তা হরেদরে লাভ-লোকসান সমান)। [ফা. হর্ + দর্]।

হরিণবাড়ি

হরিণবাড়ি [ hariṇa-bāḍ়i ] বি. প্রাচীন কলকাতার প্রসিদ্ধ জেলখানা; জেলখানা।

হরি ঘোষের গোয়াল

হরি ঘোষের গোয়াল [ hari ghōṣēra gōẏāla ] (নদিয়ার হরি ঘোষ নামক জনৈক গোপের দান-করা গোশালায় প্রতিষ্ঠিত রঘুনাথ শিরোমণির চতুষ্পাঠীতে সমবেত বহুসংখ্যক ছাত্রের কোলাহল থেকে, মতান্তরে কলকাতার দানবীর হরি ঘোষের অতিথিশালার বহুসংখ্যক নিষ্কর্মা অতিথির কোলাহল থেকে) (আল.) অলস ও নিষ্কর্মা লোকজনের কোলাহলপূর্ণ আড্ডা।

হরেক

হরেক [ harēka ] বিণ. ১ নানাপ্রকার, বিবিধ (হরেক খাবার); ২ এক এক; বিভিন্ন (হরেক জনের হরেক কথা)। [ফা. হর্ + বাং. এক]।

হরীতকী

হরীতকী [ harī-takī ] বি. ১ (কবিরাজি ওষুধে ও মুখশুদ্ধির কাজে ব্যবহৃত) হলুদ রঙের কষায় ফলবিশেষ; ২ তার গাছ। [সং. হরি (পীতবর্ণ) + ইত (প্রাপ্ত) + ক + ঈ]।