হরি ঘোষের গোয়াল
হরি ঘোষের গোয়াল [ hari ghōṣēra gōẏāla ] (নদিয়ার হরি ঘোষ নামক জনৈক গোপের দান-করা গোশালায় প্রতিষ্ঠিত রঘুনাথ শিরোমণির চতুষ্পাঠীতে সমবেত বহুসংখ্যক ছাত্রের কোলাহল থেকে, মতান্তরে কলকাতার দানবীর হরি ঘোষের অতিথিশালার বহুসংখ্যক নিষ্কর্মা অতিথির কোলাহল থেকে) (আল.) অলস ও নিষ্কর্মা লোকজনের কোলাহলপূর্ণ আড্ডা।