হাত কচলানো

হাত কচলানো ক্রি. বি. দুই করতল ক্রমাগত ঘষে মিনতি করা বা প্রার্থনা করা।

হাতকড়ি

হাতকড়া, হাতকড়ি বি. কয়েদির দুই হাত বাঁধার জন্য লোহার বালা, handcuff (s).

হাফ শার্ট

হাফ শার্ট বি. কনুই পর্যন্ত হাতওয়ালা খাটো ঝুলের জামাবিশেষ।

হাওয়াই শার্ট

হাওয়াই শার্ট বি. কনুই পর্যন্ত হাতাওয়ালা এবং কোটের মতো আকারের শার্টবিশেষ।

হবি

হবিঃ (-বিস্), (চলিত) হবি [ habiḥ (-bis), (calita) habi ] বি. 1 হবনীয় বস্তু; 2 হোমের ঘৃত; 3 ঘৃত; 4 হোম। [সং. √ হু + ইস্]। হবির্ভুক (-জ্) বি. অগ্নি।

হাতবাক্স

হাতবাক্স বি. নগদ টাকাপয়সা ও ছোটোখাটো নিত্যব্যবহার্য জিনিসপত্র রাখার ছোটো বাক্সবিশেষ।

হাফপ্যাণ্ট

হাফ-প্যাণ্ট বি. হাঁটু বা ঊরু পর্যন্ত লম্বিত পায়জামাবিশেষ।

হেফাজতে ইসলাম

হেফাজতে ইসলাম বি. বাংলাদেশের নাস্তিকদের বিচার দাবী করে গড়ে ওঠে জামাত-শিবিরের একটা রাজনৈতিক অঙ্গ-সংগঠন। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করাই এদের উদ্দেশ্যে।