হলদে

হলদে বিণ. হলুদ রঙের, পীত।

হলুদ

হলুদ [ haluda ] বি. (প্রধানত মশলারূপে ব্যবহৃত) পীতবর্ণ কন্দবিশেষ; হরিদ্রা। [প্রাকৃ. হলিদ্দা < সং. হরিদ্রা]। হলদে বিণ. হলুদ রঙের, পীত।

হলাহল

হলাহল [ halāhala ] বি. দেবাসুরকর্তৃক সমুদ্রমন্হনে উত্থিত তীব্র বিষ, কালকূট। [সং. হল্ + আ + √ হল্ + অ]।

হসন্তী

হসন্তিকা, হসন্তী [ hasantikā, hasantī ] বি. ১ আগুনের পাত্র; ধুনুচি; ২ মল্লিকা ফুল। [সং. √ হস্ + অত্ + ক + আ, অত্ + ঈ]।

হসন্তিকা

হসন্তিকা, হসন্তী [ hasantikā, hasantī ] বি. ১ আগুনের পাত্র; ধুনুচি; ২ মল্লিকা ফুল। [সং. √ হস্ + অত্ + ক + আ, অত্ + ঈ]।

হাসিত

হাসিত বিণ. ১ হাস্যযুক্ত, সহাস্য; ২ বিকশিত।

হসন

হসন [ hasana ] বি. ১ হাসি; ২ হাস্য করা। [সং. √ হস্ + অন]। হাসিত বিণ. ১ হাস্যযুক্ত, সহাস্য; ২ বিকশিত।

হলা

হলা [ halā ] ওলো, নারী কর্তৃক নারীকে সম্বোধনাত্মক (‘হলা প্রিয়ংবদে’)। [তু. ওলো]।

হলপ

হলফ, হলপ [ halapha, halapa ] বি. সত্য বলবার জন্য শপথ বা ঈশ্বরের নামে দিব্যি (হলফ করে বলা)। [আ.]।

হলফ

হলফ, হলপ [ halapha, halapa ] বি. সত্য বলবার জন্য শপথ বা ঈশ্বরের নামে দিব্যি (হলফ করে বলা)। [আ.]।