হাতখোলা

হাতখোলা বিণ. খরচের ব্যাপারে উদার; ব্যয়শীল; দানশীল।

হাত গোনা

হাত গোনা ক্রি. হস্তরেখা বিচারকপূর্বক ভাগ্য নির্ণয় করা।

হাতঘড়ি

হাতঘড়ি বি. যে-ঘড়ি কবজিতে বাঁধা যায়, রিস্ট ওয়াচ (wrist-watch).

হাতচালা

হাতচালা বি. অপহৃত দ্রব্য বার করার জন্য বা চোর ধরার জন্য আভিচারিক মন্ত্রবলে হস্তচালনা।

হাতচিঠা

হাতচিঠা, (কথ্য) হাতচিঠে বি. ছোটো চিঠি বা রসিদ।

হাতছাড়া

হাতছাড়া বিণ. ১ বেহাত, হস্তচ্যুত, বেদখল (সুযোগ টাকা বা জমি হাতছাড়া হওয়া); ২ আয়ত্তের বাইরে গিয়েছে এমন (ছেলে হাতছাড়া হওয়া)।

হাতজোড় করা

হাতজোড় করা ক্রি. বি. (দুই করতল যুক্ত করে) ক্ষমাপ্রার্থনা অনুনয় বা নমস্কার করা।