হ হজরত হজরত [ haja-rata ] বি. ১ ইসলামের প্রবর্তক হজরত মোহাম্মদ; ২ প্রভু; ৩ অতি সম্মানিত ব্যক্তি (হজরত মোহাম্মদ)। [আ. হজ্রত্]।
হ হজম হজম [ hajama ] বি. ১ পরিপাক; ২ (ব্যঙ্গে) আত্মসাত্ করা (পরের টাকা হজম করা); ৩ বিনা প্রতিবাদে সহ্য করা (কিল খেয়ে কিল হজম করা)। [আ. হজ্ম্]। হজমি বিণ. পরিপাকের সহায়ক (হজমি গুলি)।
হ হঠাত্ হঠাত্ [ haṭhāt ] ক্রি-বিণ. অব্য. সহসা, অকস্মাত্; অতর্কিতভাবে; পূর্বে কোনো বিবেচনা না করে। [< সং. হঠ]।
হ হট্ হট্ [ haṭ ] অব্য. হঠাত্ তত্পরতা, হঠকারিতা প্রভৃতি ভাবসূচক (হট্ করে বলে ফেলা বা চবে যাওয়া)। [ধ্বন্যা.]।