হ হয়রান হয়রান [ haẏa-rāna ] বিণ. ১ নাকাল; ২ ব্যর্থ পরিশ্রমে ক্লান্ত; ৩ জ্বালাতন, উত্যক্ত (খুঁজে খুঁজে হয়রান, ঘুরে ঘুরে হয়রান)। [আ. হয়রান্]। হয়রানি বি. ব্যর্থ পরিশ্রম, ব্যর্থ ঘোরাঘুরি।
হ হ-য-ব-র-ল হ-য-ব-র-ল [ ha-ya-ba-ra-la ] বিণ. বিপর্যস্ত, বিশৃঙ্খল (জিনিসপত্র সব হ-য-ব-র-ল হয়ে আছে)। ☐ বি. বিশৃঙ্খলা, গোঁজামিল।
হ হন্দর হন্দর [ handara ] (বর্ত. অপ্র.) বি. ওজনের পরিমাণবিশেষ (১ হন্দর = ১১২ পাউণ্ড, ৫.৮ কিলোগ্রাম) [ইং. hundred weight]।
হ হত্যে হত্যে [ hatyē ] বি. ১ অভীষ্টলাভের আশায় আমৃত্যু দেবমূর্তির সামনে পড়ে থাকা (মন্দিরে হত্যে দেওয়া); ২ (আল.) দীর্ঘক্ষণ অপেক্ষা করা (দরজায় দরজায় হত্যে দেওয়া)। [< হত্যা]।