হরতাল

হরতাল [ hara-tāla ] বি. বিক্ষোভ বা প্রতিবাদ প্রকাশের জন্য দোকান হাট কাজকর্ম প্রভৃতি সাময়িকভাবে বন্ধ করা; ধর্মঘট। [গুজ.]।

হরতন

হরতন [ hara-tana ] বি. খেলার তাসের লাল পানের মতো রং বা চিহ্নবিশেষ। [ওল. harten]।

হরকরা

হরকরা [ hara-karā ] বি. সংবাদ চিঠি প্রভৃতির বাহক, ডাক-পিয়ন। [ফা.]।

হয়রান

হয়রান [ haẏa-rāna ] বিণ. ১ নাকাল; ২ ব্যর্থ পরিশ্রমে ক্লান্ত; ৩ জ্বালাতন, উত্যক্ত (খুঁজে খুঁজে হয়রান, ঘুরে ঘুরে হয়রান)। [আ. হয়রান্]। হয়রানি বি. ব্যর্থ পরিশ্রম, ব্যর্থ ঘোরাঘুরি।

হ-য-ব-র-ল

হ-য-ব-র-ল [ ha-ya-ba-ra-la ] বিণ. বিপর্যস্ত, বিশৃঙ্খল (জিনিসপত্র সব হ-য-ব-র-ল হয়ে আছে)। ☐ বি. বিশৃঙ্খলা, গোঁজামিল।

হব্য

হব্য [ habya ] বি. ১ হোমে প্রদেয় বস্তু; ২ হোম; ৩ দেবতার উদ্দেশে নিবেদিত অন্ন ইত্যাদি (তু. কব্য)। ☐ বিণ. হোমে প্রদেয়, হোমের যোগ্য। [সং. √ হু + য]।

হবু

হবু [ habu ] বিণ. ভাবী, হবে এমন (হবু জামাই)। [হওয়া দ্র]।

হবা

হবা [ habā ] বি. ইহুদি খ্রিস্টান ও ইসলাম পুরাণোক্ত পৃথিবীর আদি নারী, Eve. [আ. হবা]।

হন্ত

হন্ত [ hanta ] বিলাপসূচক অব্যয়বিশেষ (‘কোথা হা হন্ত চিরবসন্ত’: রবীন্দ্র)। [সং. √ হন্ + ত]।