স্বাধ্যায়

স্বাধ্যায় [ sbādhyāẏa ] বি. 1 বেদপাঠ, বেদাধ্যয়ন; 2 শাস্ত্রাধ্যয়ন; 3 অধ্যয়ন। [সং. সু + আ (=আবৃত্তিপূর্বক) + অধি + √ ই + অ]। স্বাধ্যায়বান (-বত্), স্বাধ্যায়ী (-য়িন্) বিণ. 1 বেদাধ্যায়ী; 2 শাস্ত্রাধ্যায়ী; 3 অধ্যয়নকারী।

স্বাধীনতা

স্বাধীনতা বি. স্বাধীন। স্বাধীন [ sbādhīna ] বিণ. 1 কেবল নিজের অধীন, স্ববশ, অনন্যপর (স্বাধীন চিন্তা বা জীবিকা); 2 অবাধ, স্বচ্ছন্দ (স্বাধীন গতি); 3 বিদেশি কর্তৃক শাসিত নয় এমন (স্বাধীন দেশ)। [সং. স্ব + অধীন]।

স্বাধীন

স্বাধীন [ sbādhīna ] বিণ. 1 কেবল নিজের অধীন, স্ববশ, অনন্যপর (স্বাধীন চিন্তা বা জীবিকা); 2 অবাধ, স্বচ্ছন্দ (স্বাধীন গতি); 3 বিদেশি কর্তৃক শাসিত নয় এমন (স্বাধীন দেশ)। [সং. স্ব + অধীন]। বি. স্বাধীনতা।

স্বাবলম্বিতা

স্বাবলম্বিতা বি. স্বাবলম্বী। স্বাবলম্বী (-ম্বিন্) বিণ. আত্মনির্ভরশীল।

স্বাবলম্বিনী

স্বাবলম্বিনী স্ত্রী. স্বাবলম্বী। স্বাবলম্বী (-ম্বিন্) বিণ. আত্মনির্ভরশীল।

স্বাবলম্বী

স্বাবলম্বী (-ম্বিন্) বিণ. আত্মনির্ভরশীল। স্ত্রী. স্বাবলম্বিনী। বি. স্বাবলম্বিতা।

স্বাতি

স্বাতি, স্বাতী [ sbāti, sbātī ] বি. 1 (জ্যোতিষ.) পঞ্চদশ নক্ষত্র; 2 সূর্যপত্নীবিশেষ। [সং. স্ব + √ অত্ + ই, ঈ]।

স্বাজাত্য

স্বাজাত্য বি. স্বজাতির ভাব (স্বাজাত্যের অভিমান)।

স্বাদেশিকতা

স্বাদেশিকতা বি. স্বদেশহিতৈষণা; 2 স্বদেশপ্রীতি, দেশপ্রেম (স্বাদেশিকতার উত্তেজনা)।

স্বাদেশিক

স্বাদেশিক [ sbādēśika ] বিণ. 1 স্বদেশসম্বন্ধীয় (গতযুগের স্বাদেশিক আন্দোলন); 2 স্বদেশজাত; 3 স্বদেশবাসী; 4 স্বদেশহিতৈষী। [সং. স্বদেশ + ইক]। স্বাদেশিকতা বি. স্বদেশহিতৈষণা; 2 স্বদেশপ্রীতি, দেশপ্রেম (স্বাদেশিকতার উত্তেজনা)।