স্বায়ত্ত

স্বায়ত্ত [ sbāẏatta ] বিণ. নিজের দ্বারা নিয়ন্ত্রিত, স্ববশ (স্বায়ত্তশাসন)। ☐ বি. নিজের পরিচালনা (‘চেয়েছিল স্বায়ত্তে আনিতে’: সু. দ.)। [সং. স্ব + আয়ত্ত]। স্বায়ত্তশাসন বি. নিজেদের দ্বারা রাজ্যশাসন, self-government.

স্বামিনী

স্বামিনী (গৃহস্বামিনী) স্ত্রী. স্বামী। স্বামী [ sbāmī ] (-মিন্) বি. 1 পতি, ভর্তা; 2 প্রভু, মনিব; 3 অধিপতি, মালিক (গৃহস্বামী, ভূস্বামী); 4 পরমহংস বা বিদ্বান সন্ন্যাসীর উপাধিবিশেষ (শ্রীধর স্বামী)। [সং. স্ব + আ + মিন্]।

স্বামী

স্বামী [ sbāmī ] (-মিন্) বি. 1 পতি, ভর্তা; 2 প্রভু, মনিব; 3 অধিপতি, মালিক (গৃহস্বামী, ভূস্বামী); 4 পরমহংস বা বিদ্বান সন্ন্যাসীর উপাধিবিশেষ (শ্রীধর স্বামী)। [সং. স্ব + আ + মিন্]। স্ত্রী. স্বামিনী (গৃহস্বামিনী)। স্বামিত্ব বিণ. মালিকানা (স্বত্ব-স্বামিত্ব)।

স্বাভাবিকতা

স্বাভাবিকতা বি. স্বাভাবিক। স্বাভাবিক [ sbābhābika ] বিণ. 1 প্রাকৃতিক, নৈসর্গিক; 2 স্বভাবজাত, প্রকৃতিগত (স্বাভাবিক অধিকার, স্বাভাবিক বিকাশ); 3 স্বভাবসংগত; 4 অবিকৃত (জিনিসটা স্বাভাবিক অবস্হাতেই আছে)। [সং. স্বভাব + ইক]।

স্বাভাবিক

স্বাভাবিক [ sbābhābika ] বিণ. 1 প্রাকৃতিক, নৈসর্গিক; 2 স্বভাবজাত, প্রকৃতিগত (স্বাভাবিক অধিকার, স্বাভাবিক বিকাশ); 3 স্বভাবসংগত; 4 অবিকৃত (জিনিসটা স্বাভাবিক অবস্হাতেই আছে)। [সং. স্বভাব + ইক]। বি. স্বাভাবিকতা।

স্বাবলম্ব

স্বাবলম্বন, স্বাবলম্ব [ sbābalambana, sbābalamba ] বি. 1 আত্মনির্ভরতা; 2 নিজ শক্তিদ্বারা কর্ম করা, অন্যের সাহায্য ছাড়াই কাজকর্ম করার ক্ষমতা; 3 অনন্যপরতা। [সং. স্ব + অবলম্বন, অবলম্ব]। স্বাবলম্বী (-ম্বিন্) বিণ. আত্মনির্ভরশীল। স্ত্রী. স্বাবলম্বিনী। বি. স্বাবলম্বিতা।

স্বাবলম্বন

স্বাবলম্বন, স্বাবলম্ব [ sbābalambana, sbābalamba ] বি. 1 আত্মনির্ভরতা; 2 নিজ শক্তিদ্বারা কর্ম করা, অন্যের সাহায্য ছাড়াই কাজকর্ম করার ক্ষমতা; 3 অনন্যপরতা। [সং. স্ব + অবলম্বন, অবলম্ব]। স্বাবলম্বী (-ম্বিন্) বিণ. আত্মনির্ভরশীল। স্ত্রী. স্বাবলম্বিনী। বি. স্বাবলম্বিতা।

স্বাধ্যায়ী

স্বাধ্যায়বান (-বত্), স্বাধ্যায়ী (-য়িন্) বিণ. 1 বেদাধ্যায়ী; 2 শাস্ত্রাধ্যায়ী; 3 অধ্যয়নকারী।

স্বাধ্যায়বান

স্বাধ্যায়বান (-বত্), স্বাধ্যায়ী (-য়িন্) বিণ. 1 বেদাধ্যায়ী; 2 শাস্ত্রাধ্যায়ী; 3 অধ্যয়নকারী।