স্বার্থোন্মত্ত

স্বার্থোন্মত্ত বিণ. বিবেকবিরহিত হয়ে স্বার্থসাধনে বা স্বার্থরক্ষায় একান্ত তত্পর।

স্বার্থান্বেষী

স্বার্থান্বেষী (-ষিন্) বিণ. কেবল নিজের সুখ-সুবিধা খুঁজে বেড়ায় এমন, স্বার্থান্বেষণকারী।

স্বার্থান্বেষণ

স্বার্থান্বেষণ বি. (সচ. নিজের) স্বার্থসাধনের উপায়চিন্তা বা চেষ্টা।

স্বার্থান্ধ

স্বার্থান্ধ বিণ. নিজ স্বার্থ-সাধন কল্পে ন্যায়-অন্যায় বিচার করে না এমন।

স্বার্থসিদ্ধি

স্বার্থসাধন, স্বার্থসিদ্ধি বি. পরের সুখ-সুবিধা অগ্রাহ্য করে কেবল স্বীয় কার্যোদ্ধার বা মঙ্গলসাধন।

স্বার্থপরায়ণতা

স্বার্থপরতা, স্বার্থপরায়ণতা বি. স্বার্থপর, স্বার্থপরায়ণ। স্বার্থপর, স্বার্থপরায়ণ বিণ. পরের সুখ-সুবিধা অগ্রাহ্য করে কেবল নিজের স্বার্থসাধনে অতি তত্পর।

স্বার্থচিন্তা

স্বার্থচিন্তা বি. নিজের প্রয়োজনসিদ্ধির বা মঙ্গললাভের উপায়চিন্তা।

স্বার্থ

স্বার্থ [ sbārtha ] বি. 1 নিজের লাভ বা উপকার (‘শুধু স্বার্থ নহে স্বার্থত্যাগও আছে এ সংসারে’: দ্বি. রা.); 2 নিজের প্রয়োজন; 3 নিজের ধনসম্পদ। [সং. স্ব + অর্থ]। স্বার্থচিন্তা বি. নিজের প্রয়োজনসিদ্ধির বা মঙ্গললাভের উপায়চিন্তা। স্বার্থত্যাগ বি. নিজের লাভ বা মঙ্গল বিসর্জন। স্বার্থপর, স্বার্থপরায়ণ বিণ. পরের সুখ-সুবিধা অগ্রাহ্য করে কেবল নিজের স্বার্থসাধনে অতি তত্পর। বি. স্বার্থপরতা, স্বার্থপরায়ণতা। স্বার্থসাধন, স্বার্থসিদ্ধি বি. পরের সুখ-সুবিধা অগ্রাহ্য করে কেবল স্বীয় কার্যোদ্ধার বা মঙ্গলসাধন। স্বার্থান্ধ বিণ. নিজ স্বার্থ-সাধন কল্পে ন্যায়-অন্যায় বিচার করে না এমন। স্বার্থান্বেষণ বি. (সচ. নিজের) স্বার্থসাধনের উপায়চিন্তা বা চেষ্টা। স্বার্থান্বেষী (-ষিন্) বিণ. কেবল নিজের সুখ-সুবিধা খুঁজে বেড়ায় এমন, স্বার্থান্বেষণকারী। স্বার্থোন্মত্ত বিণ....