স্বীকার

স্বীকার [ sbīkāra ] বি. 1 মেনে নেওয়া (অপরাধস্বীকার, ঋণ স্বীকার); 2 প্রকাশ; খ্যাপন (কৃতজ্ঞতা স্বীকার); 3 গ্রহণ (নিমন্ত্রণস্বীকার); 4 সম্মতিদান, অঙ্গীকার (দিতে স্বীকার করা বা পাওয়া); 5 বরণ, সহ্য করা (দুঃখস্বীকার)। [সং. স্ব + ঈ + √ কৃ + অ]। স্বীকার্য বিণ. গ্রহণীয়, অনুমোদনের যোগ্য (এ কথা অবশ্যই স্বীকার্য)। স্বীকৃত বিণ. স্বীকার করা হয়েছে এমন, অঙ্গীকৃত; রাজি। স্বীকৃতি বি. স্বীকার; সম্মতি। স্বীকারোক্তি বি. যে উক্তি দ্বারা দোষ স্বীকার করা হয়; একরারনামা।

স্বেচ্ছাকৃত

স্বেচ্ছাকৃত বিণ. নিজের ইচ্ছায় করা হয়েছে এমন (স্বেচ্ছাকৃত ত্যাগ)।

স্বেচ্ছা

স্বেচ্ছা [ sbēcchā ] বি. নিজের ইচ্ছা, স্বাধীন ইচ্ছা। [সং. স্ব + ইচ্ছা]। স্বেচ্ছাকৃত বিণ. নিজের ইচ্ছায় করা হয়েছে এমন (স্বেচ্ছাকৃত ত্যাগ)। স্বেচ্ছাক্রমে ক্রি-বিণ. নিজ ইচ্ছার বশবর্তী হয়ে। স্বেচ্ছাচার বি. নিজের খেয়ালখুশিতে করা কাজ, উচ্ছৃঙ্খলতা; স্বৈচাচার। স্বেচ্ছাচারী (-রিন্) বিণ. স্বেচ্ছাচারকারী। স্ত্রী. স্বেচ্ছাচারিণী। বিণ. স্বেচ্ছাচারিতা। স্বেচ্ছাধীন বিণ. স্বীয় ইচ্ছার অধীন; স্বাধীন। স্বেচ্ছানুবর্তী (-র্তিন্) বিণ. স্বীয় ইচ্ছানুযায়ী কার্যকারী; স্বেচ্ছাচারী। স্ত্রী. স্বেচ্ছানুবর্তিনী। বি. স্বেচ্ছানুবর্তিতা। স্বেচ্ছাপ্রণোদিত বিণ. নিজের ইচ্ছায় প্রবৃত্ত। স্বেচ্ছামৃত্যু বি. নিজ ইচ্ছানুযায়ী মৃত্যু। স্বেচ্ছাব্রতী, স্বেচ্ছাসেবক বি. স্বেচ্ছাপ্রণোদিত হয়ে বা বিনাবেতনে যে ব্যক্তি সেবা করে, volunteer. স্ত্রী. স্বেচ্ছাসেবিকা, স্বেচ্ছাসেবকা।

স্বীয়া

স্বীয়া বিণ. (স্ত্রী.) স্বকীয়া। ☐ বি. (স্ত্রী.) নায়িকাবিশেষ, স্বামীর প্রতি অনুরক্তা নায়িকা।

স্বাহা

স্বাহা [ sbāhā ] অব্য. 1 দেবোদ্দেশে অগ্নিতে প্রদত্ত ঘৃতাহুতি; 2 ওই ঘৃতাহুতির বা দ্রব্যত্যাগের মন্ত্র। ☐ বি. অগ্নিজায়া। [সং. সু + আ + √ হ্বে + আ]।

স্বাস্থ্যোদ্ধার

স্বাস্থ্যোদ্ধার বি. রোগাদিতে নষ্ট স্বাস্থ্যের পুনরুদ্ধার; শরীর ভালো করা।

স্বাস্থ্যপালন

স্বাস্থ্যপালন বি. 1 স্বাস্থ্যরক্ষা; 2 স্বাস্থ্যরক্ষার জন্য বিধিনিয়ম পালন।