স সংখ্যাপন সংখ্যাপন [ saṅkhyāpana ] বি. ১. স্হিরীকরণ, নির্ধারণ; ২. উত্তমরূপে জ্ঞাপন বা প্রচার। [সং. সম্ + খ্যাপন]। সংখ্যাপিত বিণ. স্হিরীকৃত; নির্ধারিত।
স সংখ্যক সংখ্যক [ saṅkhyaka ] বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদে সংখ্যা শব্দের রূপ (বহুসংখ্যক)। [সং. সম্ + √ খ্যা + অ + ক]।
স সংক্ষোভ সংক্ষোভ [ saṅkṣōbha ] বি. ১. চাঞ্চল্য (মনের সংক্ষোভ); ২. আলোড়ন, অতিশয় উত্তেজনা বা অশান্ত ভাব; ৩. অতিশয় ক্ষোভ। [সং. সম্ + ক্ষোভ]।
স সংক্ষুব্ধ সংক্ষুব্ধ [ saṅkṣubdha ] বিণ. ১. অতিশয় ক্ষুব্ধ; ২. আকুল; ৩. আলোড়িত; ৪. সঞ্চালিত। [সং. সম্ + ক্ষুব্ধ]।
স সংক্ষিপ্ত সংক্ষিপ্ত [ saṅkṣipta ] বিণ. ১. সংক্ষেপ বা ছোটো করা হয়েছে এমন; ২. অল্পীকৃত, হ্রস্বীকৃত; ৩. একত্রীকৃত, রাশীকৃত। [সং. সম্ + √ ক্ষিপ্ + ত]।
স সংক্রান্তি সংক্রান্তি [ saṅkrānti ] বি. ১. সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে গমন; ২. সঞ্চার, গমন; ৩. ব্যাপ্তি; ৪. বাংলা মাসের শেষ দিন। [সং. সম্ + ক্রান্তি]।
স সংক্রান্ত সংক্রান্ত [ saṅkrānta ] বিণ. ১. সম্পর্কিত, সংসৃষ্ট; সম্বন্ধীয় (মোকদ্দমাসংক্রান্ত দলিল); ২. সঞ্চারিত; ৩. ব্যাপ্ত; ৪. প্রাপ্ত; ৫. প্রবিষ্ট। [সং. সম্ + √ ক্রম্ + ত়]।