সংঘটক

সংঘটক [ saṅghaṭaka ] বিণ. বি. সংঘটনকারী; যোজক; ঘটনা যে ঘটায়। [সং. সম্ + ঘটক]।

সংঘ

সংঘ [ saṅgha ] বি. ১. দল, সমূহ (সংঘবদ্ধ); ২. সমিতি (সংঘের সদস্য); ৩. বৌদ্ধ ভিক্ষুদের সমাজ (তু. ‘সংঘং শরণং গচ্ছামি’)। [সং. সম্ + √ হন্ + অ]।

সংগোপিত

সংগোপিত বিণ. সম্পূর্ণ গুপ্ত বা লুক্কায়িত।

সংগোপন

সংগোপন [ saṅgōpana ] বি. অতিশয় গোপন, অপ্রকাশ্যতা (সংগোপনে বলা)। [সং. সম্ + গোপন]। সংগোপিত বিণ. সম্পূর্ণ গুপ্ত বা লুক্কায়িত।

সংগৃহীত

সংগৃহীত [ saṅgṛhīta ] বিণ. সংগ্রহ করা হয়েছে এমন, আহৃত, সংকলিত। [সং. সম্ + গৃহীত]।

সংগত

সংগত [ saṅgata ] বিণ. ১. অনুমত, অনুযায়ী (ন্যায়সংগত, যুক্তিসংগত); ২. উচিত, উপযুক্ত, সমীচীন (সংগত কথা, সংগত পরামর্শ, সংগত মনে করা); ৩. (বিরল) মিলিত (কারও সঙ্গে সংগত হওয়া)। ☐ বি. (উচ্চা. সংগত্); ১. গানের সঙ্গে বাজনার মিল; ২. গানের সঙ্গে সংগতিযুক্ত বাজনা। [সং. সম্ + √ গম্ + ত]।

সংগঠক

সংগঠক [ saṅgaṭhaka ] বি. বিণ. সংগঠনকারী, কোনো সংস্হা বা সংঘ গড়ে তোলে এমন (ব্যক্তি)। [তু. সং. সংঘটক]।

সংখ্যেয়

সংখ্যেয় [ saṅkhyēẏa ] বিণ. গণনীয়। [সং. সম্ + √ খ্যা + য]।

সংগুপ্ত

সংগুপ্ত [ saṅgupta ] বিণ. ১. সুরক্ষিত; ২. অতিশয় গুপ্ত বা গোপন (সংগুপ্ত মনোভাব)। [সং. সম্ + √ গুপ্ + ত]।