সংবরা

সংবরা [ sambarā ] ক্রি. (কাব্যে) সংবরণ বা নিবারণ করা (‘সংবর সংবর শূল’: গি. ঘো.)। [সং. সম্ + √ বৃ + বাং. আ]।

সংঘটিত

সংঘটিত বিণ. ১. ঘটেছে বা ঘটানো হয়েছে এমন; ২. যোজিত।

সংঘটন

সংঘটন [ saṅghaṭana ] বি. ১. যোজন, মেলন, একত্রীকরণ (বিভিন্ন উপাদানের সংঘটন); ২. ঘটানোর কাজ (মিলন সংঘটন); ৩. ঘটনা। [সং. সম্ + ঘটন]। সংঘটিত বিণ. ১. ঘটেছে বা ঘটানো হয়েছে এমন; ২. যোজিত।

সংচূর্ণিত

সংচূর্ণিত [ sañcūrṇita ] বিণ. উত্তমরূপে গুঁড়ো করা হয়েছে এমন, বিচূর্ণিত। [সং. সম্ + চূর্ণিত]।

সংঘৃষ্ট

সংঘৃষ্ট [ saṅghṛṣṭa ] বিণ. ১. পরস্পর আঘাতপ্রাপ্ত বা ঘর্ষিত; ২. বিবদমান। [সং. সম্ + ঘৃষ্ট]।

সংঘারাম

সংঘারাম [ saṅghārāma ] বি. বৌদ্ধ ভিক্ষু বা সন্ন্যাসীদের আবাসস্হান, বৌদ্ধ মঠ। [সং. সংঘ + আরাম]।

সংঘাত

সংঘাত [ saṅghāta ] বি. ১. পরস্পর আঘাত (স্বার্থের সংঘাত); ২. সমূহ, সমষ্টি; ৩. ঘনসংযোগ; ৪. (বলবিদ্যায়) কোনো গতিশীল বস্তুর অন্য বস্তুর সঙ্গে সংঘর্ষ, impact (বি. প.)। [সং. সম্ + ঘাত]।

সংঘর্ষণ

সংঘর্ষ, সংঘর্ষণ [ saṅgharṣa, saṅgharṣaṇa ] বি. ১. পরস্পর আঘাত বা ধাক্কা বা ঘর্ষণ; ২. বিবাদ বা যুদ্ধ (ভারত-চীন সংঘর্ষ)। [সং. সম্ + √ ঘৃষ্ + অ, অন]।

সংগোপন

সংগোপন [ saṅgōpana ] বি. অতিশয় গোপন, অপ্রকাশ্যতা (সংগোপনে বলা)। [সং. সম্ + গোপন]। সংগোপিত বিণ. সম্পূর্ণ গুপ্ত বা লুক্কায়িত।

সংগৃহীত

সংগৃহীত [ saṅgṛhīta ] বিণ. সংগ্রহ করা হয়েছে এমন, আহৃত, সংকলিত। [সং. সম্ + গৃহীত]।