স স্রষ্টব্য স্রষ্টব্য [ sraṣṭabya ] বিণ. নির্মেয়, নির্মাণ বা সৃষ্টি করতে হবে এমন। [সং. √ সৃজ্ + তব্য]।
স স্রষ্টা স্রষ্টা [ sraṣṭā ] (-ষ্টৃ) বি. ঈশ্বর; ব্রহ্মা। ☐ বিণ. সৃষ্টিকর্তা; রচনাকারী, নির্মাতা। [সং. √ সৃজ্ + তৃ]।
স স্রস্ত স্রস্ত [ srasta ] বিণ. ১. স্খলিত, বিচ্যুত; ২. ক্ষরিত, বিগলিত; ৩. স্হানভ্রষ্ট; ৪. শিথিল। [সং. √ স্রংশ্ + ত]। তু. বিস্রস্ত।
স স্রাব স্রাব [ srāba ] বি. ১. ক্ষরণ (রক্তস্রাব, জলস্রাব); ২. ক্ষরিত পদার্থ। [সং. √ স্রু + অ]। স্রাবক বিণ. ক্ষরণশীল; ক্ষরণ করায় এমন। স্রাবিত বিণ. ক্ষরিত; ক্ষরণ হয়েছে এমন।
স স্রোত স্রোত, স্রোতঃ [ srōta, srōtḥ ] (-তস্) বি. ১. জলপ্রবাহ; ২. প্রবাহ, ধারা (বায়ুস্রোত)। [সং. √ স্রু + অস্ (ত্ আগম)]। স্রোতস্বতী, স্রোতস্বিনী, স্রোতোবহা বি. নদী। ☐ বিণ. (স্ত্রী.) স্রোত আছে এমন। স্রোতা বিণ. (সমাসে পরপদে) স্রোতযুক্ত (ত্রিস্রোতা)।