স্ফারণ

স্ফারণ বি. 1 বিকাশ, স্ফূর্তি, স্ফুরণ; বিস্তার।

স্ফুটনোম্মুখ

স্ফুটনোম্মুখ বিণ. ফুটবার বা বিকশিত হবার উপক্রম করেছে এমন।

স্ফুটনাঙ্ক

স্ফুটনাঙ্ক বিণ. যে পরিমাণ তাপ পেলে তরলপদার্থ টগবগ করে ফুটতে আরম্ভ করে, boiling point.

স্ফুটন

স্ফুটন বি. স্ফুট হওয়া, (তরল পদার্থাদি) তাপপ্রযুক্ত হওয়ার ফলে বুদ্বুদ্ যুক্ত হওয়া।

স্ফুটবাক

স্ফুটবাক (-বাচ্) বিণ. 1 বোল ফুটেছে বা বাক্স্ফূর্তি হয়েছে এমন; 2 স্পষ্টবক্তা।

স্ফার

স্ফার [ sphāra ] বি. 1 বিকাশ, স্ফূর্তি; 2 বিস্তার। [সং. √ স্ফুর্ + ণিচ্ + অ]। স্ফারণ বি. 1 বিকাশ, স্ফূর্তি, স্ফুরণ; বিস্তার। স্ফারিত বিণ. 1 বিস্তারিত; 2 বিকশিত (তু. বিস্ফারিত নেত্র)।

স্ফটিক

স্ফটিক বি. স্ফটিক। ☐ বিণ. স্ফটিকনির্মিত।