স্বতন্ত্রতা
স্বতন্ত্রতা, স্বাতন্ত্র্য বি. স্বতন্ত্র । স্বতন্ত্র [ sbatantra ] বিণ. 1 স্ববশ; 2 স্বাধীন; 3 পৃথক (আমার কথা স্বতন্ত্র)। [সং. স্ব + তন্ত্র]।
স্বতন্ত্রা
স্বতন্ত্রা স্ত্রী. স্বতন্ত্র । স্বতন্ত্র [ sbatantra ] বিণ. 1 স্ববশ; 2 স্বাধীন; 3 পৃথক (আমার কথা স্বতন্ত্র)। [সং. স্ব + তন্ত্র]।
স্বতোবিরুদ্ধতা
স্বতোবিরোধ, স্বতোবিরুদ্ধতা বি. অন্তর্নিহিত অসংগতি, এক অংশের সঙ্গে অন্য অংশের অমিল (চরিত্রে বা লেখার মধ্যে স্বতোবিরোধ), self-inconsistency, self-contradiction, যাতে স্বতঃসিদ্ধ সত্যের সঙ্গে মিল নেই।