স্বদেশ

স্বদেশ [ sbadēśa ] বি. নিজের দেশ; জন্মভূমি। [সং. স্ব + দেশ]। স্বদেশি, স্বদেশীয় বিণ. নিজদেশজাত; নিজদেশবাসী। স্বদেশি আন্দোলন — ইংরেজ-আমলে ভারতবাসীদের স্বাধীনতালাভের উদ্দেশ্যে বিদেশি দ্রব্য বর্জন ও স্বদেশি দ্রব্য ব্যবহারের আন্দোলন।

স্বদলীয়া

স্বদলীয়া স্ত্রী. স্বদলীয় । স্বদলীয় বিণ. স্বদলের অন্তর্ভুক্ত।

স্বদলীয়

স্বদলীয় বিণ. স্বদলের অন্তর্ভুক্ত। স্ত্রী. স্বদলীয়া।

স্বনামে

স্বনামে ক্রি-বিণ. নিজেকেই মালিক বা কর্তা বলে পরিচয় দিয়ে (তু. বেনামে)।

স্বতন্ত্রতা

স্বতন্ত্রতা, স্বাতন্ত্র্য বি. স্বতন্ত্র । স্বতন্ত্র [ sbatantra ] বিণ. 1 স্ববশ; 2 স্বাধীন; 3 পৃথক (আমার কথা স্বতন্ত্র)। [সং. স্ব + তন্ত্র]।

স্বতন্ত্রা

স্বতন্ত্রা স্ত্রী. স্বতন্ত্র । স্বতন্ত্র [ sbatantra ] বিণ. 1 স্ববশ; 2 স্বাধীন; 3 পৃথক (আমার কথা স্বতন্ত্র)। [সং. স্ব + তন্ত্র]।

স্বতন্ত্র

স্বতন্ত্র [ sbatantra ] বিণ. 1 স্ববশ; 2 স্বাধীন; 3 পৃথক (আমার কথা স্বতন্ত্র)। [সং. স্ব + তন্ত্র]। স্ত্রী. স্বতন্ত্রা। বি. স্বতন্ত্রতা, স্বাতন্ত্র্য।

স্বতোবিরুদ্ধতা

স্বতোবিরোধ, স্বতোবিরুদ্ধতা বি. অন্তর্নিহিত অসংগতি, এক অংশের সঙ্গে অন্য অংশের অমিল (চরিত্রে বা লেখার মধ্যে স্বতোবিরোধ), self-inconsistency, self-contradiction, যাতে স্বতঃসিদ্ধ সত্যের সঙ্গে মিল নেই।

স্বদল

স্বদল [ sbadala ] বি. নিজের দল বা পক্ষ। [সং. স্ব + দল]। স্বদলীয় বিণ. স্বদলের অন্তর্ভুক্ত। স্ত্রী. স্বদলীয়া।

স্বত্বাধিকারিণী

স্বত্বাধিকারিণী স্ত্রী. স্বত্বাধিকারী। স্বত্বাধিকারী (-রিন্) বিণ. মালিক।