স্বাদিষ্ঠ

স্বাদিষ্ঠ বিণ. সর্বাপেক্ষা স্বাদু; অতিশয় স্বাদু।

স্বাদিত

স্বাদিত বিণ. স্বাদ গ্রহণ করা হয়েছে এমন, আস্বাদিত।

স্বাদন

স্বাদন বি. আস্বাদন, স্বাদগ্রহণ।

স্বাদ

স্বাদ [ sbāda ] বি. 1 জিভে খাদ্য-পানীয়ের গুণাগুণ-বোধ (দুধের স্বাদ, রান্নার স্বাদ-গন্ধের প্রশংসা); 2 রসগ্রহণ। [সং. √ স্বদ্ + অ]। স্বাদন বি. আস্বাদন, স্বাদগ্রহণ। স্বাদিত বিণ. স্বাদ গ্রহণ করা হয়েছে এমন, আস্বাদিত। স্বাদিষ্ঠ বিণ. সর্বাপেক্ষা স্বাদু; অতিশয় স্বাদু। স্বাদু বিণ. সুস্বাদযুক্ত, সুমিষ্ট। স্বাদুতা বি. সুস্বাদযুক্ততা, মিষ্টতা; জিভে লাগা।

স্বাতী

স্বাতি, স্বাতী [ sbāti, sbātī ] বি. 1 (জ্যোতিষ.) পঞ্চদশ নক্ষত্র; 2 সূর্যপত্নীবিশেষ। [সং. স্ব + √ অত্ + ই, ঈ]।

স্বাতি

স্বাতি, স্বাতী [ sbāti, sbātī ] বি. 1 (জ্যোতিষ.) পঞ্চদশ নক্ষত্র; 2 সূর্যপত্নীবিশেষ। [সং. স্ব + √ অত্ + ই, ঈ]।

স্বাজাত্য

স্বাজাত্য বি. স্বজাতির ভাব (স্বাজাত্যের অভিমান)।

স্বাজাতিক

স্বাজাতিক [ sbājātika ] বিণ. 1 স্বজাতি বা স্বদেশবাসী সম্বন্ধীয় (স্বাজাতিক ঐক্য, স্বাজাতিক কল্যাণ); 2 স্বজাতির বা স্বদেশবাসীর হিতৈষী। [সং. স্বজাত + ইক]। স্বাজাতিকতা বি. স্বজাতিপ্রীতি, nationalism. স্বাজাত্য বি. স্বজাতির ভাব (স্বাজাত্যের অভিমান)।