শংকর [ śaṅkara ] বিণ. মঙ্গলকারী। ☐ বি. ১. শিব (‘হে ভবেশ, হে শংকর, সবারে দিয়েছ ঘর’: রবীন্দ্র); ২. বেদান্তসূত্র ও উপনিষদ ইত্যাদির সুপ্রসিদ্ধ ভাষ্যকার শংকরাচার্য; ৩. সামুদ্রিক মাছবিশেষ। [সং. শম্ + √ কৃ + অ]। শংকরী বিণ. (স্ত্রী.) মঙ্গলকারিণী। ☐ বি. (স্ত্রী.) শিবপত্নী দুর্গা।