মাল
মাল1 [ māla1 ] বি. 1 অনুন্নত জাতিবিশেষ; 2 (বাং.) সাপ ধরা যাদের পেশা, সাপুড়িয়া, সাপের ওঝা। [সং. মল + অ]। মালবৈদ্য বি. সাপের বিষের চিকিত্সক, সাপের ওঝা। মাল2 [ māla2 ] বি. কুস্তিগির, মল্লযোদ্ধা। [সং. মল্ল]। মালভূমি বি. চতুষ্পার্শ্বস্হ ভূভাগের চেয়ে উঁচু বিশাল সমতল প্রদেশ, plateau. মাল3 [ māla3 ] বি. কুস্তিগির, মল্লযোদ্ধা। [সং. মল্ল]। মালকোঁচা বি. মল্লের মতো কোঁচাকে টেনে পিছনে গোঁজা। মালশাট, মালসাট বি. মালকোঁচা; আস্ফালন, বাহ্বস্ফোট। মাল4 [ māla4 ] (অশা.) বি. 1 মদ (মাল খাওয়া); 2 সুন্দরী মেয়ে। [আ. মল্]। মাল টানা ক্রি. বি. (অশা.) মদ খাওয়া। মাল5 [ māla5 ] বি. (কাব্যে) মালা (‘মুকুতার...