মালাকর

মালাকর, মালাকার বি. বিণ. 1 পুষ্পমাল্যরচনাকারী, মালী (‘আমি তব মালঞ্চের হব মালাকার’: রবীন্দ্র); 2 বি. বাঙ্গালি হিন্দুর পদবিবিশেষ।

মালা

মালা1 [ mālā1 ] বি. ধীবর, জেলে, বাঙালী সম্প্রদায়বিশেষ। [সং. মাল]। মালা2 [ mālā2 ] বি. শাঁস বার করে নেওয়ার পর নারকেলের আধখানা খোল অর্থাত্ অর্ধাংশ, বাটির আকারের নারকেলের খোল। [< সং. মালঞ্চ]। মালা3 [ mālā3 ] বি. 1 মাল্য, হার (মুণ্ডমালা, কন্ঠমালা, মটরমালা); 2 পুষ্পমাল্য; 3 শ্রেণি, সমূহ (ঊর্মিমালা)। [সং. মা + √ লা + অ + আ]। মালাকর, মালাকার বি. বিণ. 1 পুষ্পমাল্যরচনাকারী, মালী (‘আমি তব মালঞ্চের হব মালাকার’: রবীন্দ্র); 2 বি. বাঙ্গালি হিন্দুর পদবিবিশেষ। মালাচন্দন বি. পূজ্য বা সম্মানার্হ ব্যক্তিকে বরণ করার উপকরণরূপে ব্যবহৃত পুষ্পমাল্য ও চন্দন। মালাবদল বি. 1 বিবাহে বরকনের পরস্পর মালাবিনিময়ের অনুষ্ঠান; 2 বিবাহ।

মালসা

মালসা [ mālasā] মালশা -র. বর্জি. বানান।

মালশ্রী

মালশ্রী, [ mālaśrī, ] (কথ্য) মালশি বি. 1 সংগীতের রাগিণীবিশেষ; 2 শ্যামাসংগীতবিশেষ। [সং. মালশ্রী]।

মালপো

মালপোয়া, [ mālapōẏā, ] কথ্য. মালপো বি. চালের গুঁড়ো বা ময়দা দিয়ে লুচির মতো ভাজা এবং চিনির রসে দেওয়া মিষ্টি খাবারবিশেষ। [দেশি.]।

মালকোশ

মালকোশ, মালকোষ [ māla-kōśa, māla-kōṣa ] বি. সংগীতের রাত্রিকালীন রাগবিশেষ। [< সং. মালবকৌশিক]।

মাল

মাল1 [ māla1 ] বি. 1 অনুন্নত জাতিবিশেষ; 2 (বাং.) সাপ ধরা যাদের পেশা, সাপুড়িয়া, সাপের ওঝা। [সং. মল + অ]। মালবৈদ্য বি. সাপের বিষের চিকিত্সক, সাপের ওঝা। মাল2 [ māla2 ] বি. কুস্তিগির, মল্লযোদ্ধা। [সং. মল্ল]। মালভূমি বি. চতুষ্পার্শ্বস্হ ভূভাগের চেয়ে উঁচু বিশাল সমতল প্রদেশ, plateau. মাল3 [ māla3 ] বি. কুস্তিগির, মল্লযোদ্ধা। [সং. মল্ল]। মালকোঁচা বি. মল্লের মতো কোঁচাকে টেনে পিছনে গোঁজা। মালশাট, মালসাট বি. মালকোঁচা; আস্ফালন, বাহ্বস্ফোট। মাল4 [ māla4 ] (অশা.) বি. 1 মদ (মাল খাওয়া); 2 সুন্দরী মেয়ে। [আ. মল্]। মাল টানা ক্রি. বি. (অশা.) মদ খাওয়া। মাল5 [ māla5 ] বি. (কাব্যে) মালা (‘মুকুতার...

মালমাত্তা

মালমাত্তা বি. 1 ধনসম্পত্তি; 2 অস্হাবর সম্পত্তি।

মালবাহী

মালবাহী (-হিন্) বিণ. মালপত্র বহন করে নিয়ে যায় এমন।