মিঠেকড়া

মিঠেকড়া বিণ. মধুর অথচ তীব্র বা ঝাঁঝালো।

মিঠে

মিঠে [ miṭhē ] বিণ. 1 মিষ্টি (মিঠে খাবার); 2 স্বাদু (মিঠে জল); 3 মধুর (মিঠে সুর)। [প্রাকৃ. মিট্ঠ < সং. মিষ্টি]। মিঠেকড়া বিণ. মধুর অথচ তীব্র বা ঝাঁঝালো। মিঠেজল বি. স্বাদু জল। মিঠেপাতা, মিঠেপাতি বি. ঝাঁঝালো নয় বরং মিষ্টি স্বাদযুক্ত পানপাতাবিশেষ।

মিটার

মিটার1 [ miṭāra1 ] বি. পরিমাপের যন্ত্র (ক্রনোমিটার, ল্যাকটোমিটার)। [ইং. meter]। মিটার2 [ miṭāra2 ] বি. দূরত্বের বা দৈর্ঘের এককবিশেষ; 1 মিটার =39.37 ইঞ্চি, 1০০মিটার=1কিলোমিটার [ইং. metre]।

মিটিমিটি

মিটিমিটি ক্রি-বিণ. মিটমাট করে (‘অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায়’: সুকান্ত)।

মিটমিটে শয়তান

মিটমিটে শয়তান — প্রচ্ছন্নভাবে শয়তানি বা বদমায়েশি করে অথচ বাইরে যে নিরীহ ভালোমানুষের ভান করে।

মিটমিটে

মিটমিটে বিণ. 1 মিটমিট করে এমন; 2 মৃদু, ক্ষীণ (মিটমিটে আলো); 3 গোপনে বা প্রচ্ছন্নভাবে বদমায়েশি করে এমন (মিটমিটে শয়তান)।

মিটমিট

মিটমিট [ miṭa-miṭa ] বি. 1 ক্ষীণ বা স্তিমিত আলো বিকিরণের ভাব (প্রদীপটা মিটমিট করছে); 2 নিমীলিতপ্রায় বা আধবোজা চাহনির ভাব (মিটমিট করে তাকানো)। [ধ্বন্যা.]। মিটমিটে বিণ. 1 মিটমিট করে এমন; 2 মৃদু, ক্ষীণ (মিটমিটে আলো); 3 গোপনে বা প্রচ্ছন্নভাবে বদমায়েশি করে এমন (মিটমিটে শয়তান)। মিটমিটে শয়তান — প্রচ্ছন্নভাবে শয়তানি বা বদমায়েশি করে অথচ বাইরে যে নিরীহ ভালোমানুষের ভান করে। মিটিমিটি ক্রি-বিণ. মিটমাট করে (‘অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায়’: সুকান্ত)।

মিটমাট

মিটমাট বি. আপোশনিষ্পত্তি, রফা, মীমাংসা (ঝগড়ার মিটমাট)।

মিট

মিট [ miṭa ] বি. 1 মিল; 2 নিষ্পত্তি। [মিটা দ্র]। মিটমাট বি. আপোশনিষ্পত্তি, রফা, মীমাংসা (ঝগড়ার মিটমাট)।

মিঞাবিবি

মিঞাবিবি বি. 1 মুসলমান দম্পতি; 2 ভদ্র দম্পত্তি।