মিত
মিত1 [ mita1 ] বি. (প্রা. কা.) মিত্র, বন্ধু (‘সুত-মিত-রমণী সমাজে’)। [সং. মিত্র]। মিত2 [ mita2 ] বিণ. পরিমিতি, অল্প, সংযত (শক্তির মিত প্রয়োগ)। [সং. মা + ত]। মিতবাক (-বাচ), মিতভাষী (-ষিণ্) বিণ. অল্প কথা বলে এমন, সংযতবাক। স্ত্রী. মিতভাষিণী। বি. মিতভাষিতা। মিতব্যয় বি. 1 পরিমিত ব্যয়; 2 আয় অনুযায়ী ব্যয়। মিতব্যয়িতা বি. পরিমিত বা আয় বুঝে ব্যয় করার স্বভাব। মিতব্যয়ী (-য়িন্) বিণ. পরিমিতভাবে বা আয় বুঝে ব্যয় করে এমন, হিসাবি। মিতভোজন, মিতাশন, মিতাহার বি. পরিমিত বা সংযত আহার। মিতভোজী (-জিন্), মিতাশী (-শিন্) মিতাহারী (-রিন্) বিণ. পরিমিত বা সংযত আহার করে এমন। মিতাচার বি. 1 সংযত ব্যবহার; 2 সংযত জীবনযাপন।...