মিয়াদ

মিয়াদ, মেয়াদ [ miẏāda, mēẏāda ] বি. 1 ধার্য সময় বা কাল (দীর্ঘ মেয়াদ, মেয়াদ শেষ হওয়া); 2 কারাদণ্ড, কয়েদ (তিন বছর মেয়াদ হয়েছে, মেয়াদ খাটছে) [আ. মিআদ্]। মিয়াদি মেয়াদি, বিণ. নির্দিষ্ট মেয়াদযুক্ত (মেয়াদি পাট্টা)।

মিনিট

মিনিট [ miniṭa ] বি. 1 সময়ের ক্ষুদ্র ভাগবিশেষ (এক মিনিটও তর সয় না); 2 এক ঘন্টার 1/6 অংশ [ইং. minute] মিনিটে মিনিটে ক্রি-বিণ. প্রতি মুহুর্তে, ক্ষণে ক্ষণে।

মিনি

মিনি1 [ mini1 ] বিণ. (কথ্য) বিনা (মিনিসুতোর মালা)। [<. সং বিনা]। মিনি2 [ mini2 ] বিণ. অপেক্ষাকৃত ক্ষুদ্রাকার, ছোটো (মিনিস্কার্ট, মিনিবাস)। ☐ বি. অপেক্ষাকৃত ছোটো বস্তু বা পদার্থ (মিনিতে চড়ে যাওয়া, একটা মিনি (সিগারেট) ধরানো যাক)। [ইং. miniature এর সংক্ষিপ্ত রূপ]।

মিথ্যাভাষিনী

মিথ্যাবাদিনী, মিথ্যাভাষিনী স্ত্রী. মিথ্যাবাদী (-দিন্), মিথ্যাভাষী। মিথ্যাবাদী (-দিন্), মিথ্যাভাষী (-ষিন্) বিণ. মিথ্যা কথা বলে এমন।

মিথ্যাবাদিনী

মিথ্যাবাদিনী, মিথ্যাভাষিনী স্ত্রী. মিথ্যাবাদী (-দিন্), মিথ্যাভাষী। মিথ্যাবাদী (-দিন্), মিথ্যাভাষী (-ষিন্) বিণ. মিথ্যা কথা বলে এমন।

মিরাশ

মিরাশ [ mirāśa ] বি. পুরুষানুক্রমে ভোগ করার অধিকারযুক্ত সম্পত্তি। [আ. মিরাস্]। মিরাশি বিণ. উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত। তু. মৌরসি।

মিয়োনো

মিয়োনো [ miẏōnō ] মিয়নো -র বানানভেদ।

মেয়াদি

মিয়াদি, মেয়াদি বিণ. নির্দিষ্ট মেয়াদযুক্ত (মেয়াদি পাট্টা)।

মিথ্যাচরণ

মিথ্যাচরণ, মিথ্যাচার বি. 1 মিথ্যা কথা বলা; 2 কপট ব্যবহার, কপটতা।