মিলা
মিলা, মেলা1 ক্রি. [ milā, mēlā kri. ] বিণ. 1 একত্র হওয়া (তিনের সঙ্গে দুই মিলে পাঁচ, ‘হেথার সবারে হবে মিলিবারে’: রবীন্দ্র); 2 বনিবনা হওয়া (ভাইয়ে-ভাইয়ে মোটেই মেলে না); 3 মিশ খাওয়া, খাপ খাওয়া (জোড় মেলা); 4 সংযুক্ত হওয়া, মেশা (দুটি পথ মিলেছে); 5 সম্পূর্ণ মিশ্রিত হওয়া (তেলে জলে মেশা); 6 মিলযুক্ত হওয়া (ছন্দ মিলছে না, পদ্য মিলছে না); 7 জোটা পাওয়া যাওয়া (বাজারে ভালো চাল মিলছে না); 8 (গনি.) হওয়া (অঙ্ক মিলেছে?); 9 মিলিত হওয়া (‘মিলিব বন্ধুর সনে’)। [সং. √ মিল্ + বাং. আ]। মিলানো, মেলানো1 ক্রি. বি. 1 একত্র বা মিশ্রিত বা সংযুক্ত করা (হাট মেলানো, মেলা মেলানো); 2...