মিলা

মিলা, মেলা1 ক্রি. [ milā, mēlā kri. ] বিণ. 1 একত্র হওয়া (তিনের সঙ্গে দুই মিলে পাঁচ, ‘হেথার সবারে হবে মিলিবারে’: রবীন্দ্র); 2 বনিবনা হওয়া (ভাইয়ে-ভাইয়ে মোটেই মেলে না); 3 মিশ খাওয়া, খাপ খাওয়া (জোড় মেলা); 4 সংযুক্ত হওয়া, মেশা (দুটি পথ মিলেছে); 5 সম্পূর্ণ মিশ্রিত হওয়া (তেলে জলে মেশা); 6 মিলযুক্ত হওয়া (ছন্দ মিলছে না, পদ্য মিলছে না); 7 জোটা পাওয়া যাওয়া (বাজারে ভালো চাল মিলছে না); 8 (গনি.) হওয়া (অঙ্ক মিলেছে?); 9 মিলিত হওয়া (‘মিলিব বন্ধুর সনে’)। [সং. √ মিল্ + বাং. আ]। মিলানো, মেলানো1 ক্রি. বি. 1 একত্র বা মিশ্রিত বা সংযুক্ত করা (হাট মেলানো, মেলা মেলানো); 2...

মিলনান্তক

মিলনান্তক বিণ. (নাটক কাব্যাদি সম্বন্ধে) উপসংহার নায়ক-নায়িকার মিলনসাধন হয় এমন।

মিলন

মিলন [ milana ] বি. 1 সংযোগ, সন্ধি; 2 সদ্ভাবস্হাপন (দুই পূর্বতন শত্রুর মিলন); 3 কলহান্তে পুনরায় সদ্ভাব, বিচ্ছেদের পর ঐক্য (নায়ক-নায়িকার মিলন); 4 সাক্ষাত্কার (প্রণয়ী-প্রণয়িনীর মিলন) 5 সম্মেলন (মিলনোত্সব); 6 রতি, যৌন সংগম (যৌনমিলন)। [সং. √মিল্ + অন]। মিলনান্তক বিণ. (নাটক কাব্যাদি সম্বন্ধে) উপসংহার নায়ক-নায়িকার মিলনসাধন হয় এমন।

মেলামেশা

মেলামেশা [ mēlā-mēśā ] বি. সংসর্গ; দেখাসাক্ষাত্, বন্ধুত্ব বা সদ্ভাব, নিয়মিত যোগাযোগ ও ঘনিষ্ঠতা। [মিলা দ্র]।

মিলবর্জিত

মিলবর্জিত বিণ. কবিতার যে ছন্দে দুই চরণের শেষ অক্ষরে বা অন্ত্যধ্বনির সমতা নেই।

মিল

মিল1 [ mila1 ] বি. যে বড় কারখানায় যন্ত্রের দ্বারা উত্পাদন হয়। [ই. mill]। মিল2 [ mila2 ] বি. 1 মিলন (দুজনে মিল হয়েছে); 2 যোগ (আর্য অনার্যে মিল); 3 ঐক্য, সামঞ্জস্য (মতের মিল, কথায় ও কাজে মিল); 4 সদ্ভাব (দুই ভাইয়ে মোটেই মিল নেই); 5 সংগতি, খাপ খাওয়ার ভাব (জোড়ের মুখে মুখে মিল); 6 কবিতার এক চরণের অন্ত্যধ্বনির সঙ্গে পরবর্তী চরণের অন্ত্যধ্বনির সমতা। [সং. √ মিল্ + বাং. অ]। মিলবর্জিত বিণ. কবিতার যে ছন্দে দুই চরণের শেষ অক্ষরে বা অন্ত্যধ্বনির সমতা নেই। মিলমিলাও, মিলমিশ — সদ্ভাব, বনিবনা।

মিরাশি

মিরাশি বিণ. উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত। তু. মৌরসি।

মিয়াদি

মিয়াদি, মেয়াদি বিণ. নির্দিষ্ট মেয়াদযুক্ত (মেয়াদি পাট্টা)।

মেয়াদ

মিয়াদ, মেয়াদ [ miẏāda, mēẏāda ] বি. 1 ধার্য সময় বা কাল (দীর্ঘ মেয়াদ, মেয়াদ শেষ হওয়া); 2 কারাদণ্ড, কয়েদ (তিন বছর মেয়াদ হয়েছে, মেয়াদ খাটছে) [আ. মিআদ্]। মিয়াদি মেয়াদি, বিণ. নির্দিষ্ট মেয়াদযুক্ত (মেয়াদি পাট্টা)।