মিশ
মিশ1 [ miśa1 ] বিণ. বিণ-বিণ. ঘোর কালো, মসিবত্ (মিশকালো রং)। [সং. মসি-তু. ফা. মিসা]। মিশমিশ বি. ঘোর কৃষ্ণবর্ণের ভাব (মিশমিশ করা)। মিশমিশে বিণ. ঘোর কালো (মিশমিশে রং)। ☐ বিণ-বিণ. মসিবত্, ঘোর (মিশমিশে কালো রং)। মিশ2 [ miśa2 ] বি. 1 মিশ্রণ, মেশানো (তেলে জলে মিশ হয় না); 2 মিল। [মিশা দ্র] মিশ খাওয়া ক্রি. বি. 1 খাপ খাওয়া, মেলা; 2 বনিবনা হওয়া।
মিল
মিল1 [ mila1 ] বি. যে বড় কারখানায় যন্ত্রের দ্বারা উত্পাদন হয়। [ই. mill]। মিল2 [ mila2 ] বি. 1 মিলন (দুজনে মিল হয়েছে); 2 যোগ (আর্য অনার্যে মিল); 3 ঐক্য, সামঞ্জস্য (মতের মিল, কথায় ও কাজে মিল); 4 সদ্ভাব (দুই ভাইয়ে মোটেই মিল নেই); 5 সংগতি, খাপ খাওয়ার ভাব (জোড়ের মুখে মুখে মিল); 6 কবিতার এক চরণের অন্ত্যধ্বনির সঙ্গে পরবর্তী চরণের অন্ত্যধ্বনির সমতা। [সং. √ মিল্ + বাং. অ]। মিলবর্জিত বিণ. কবিতার যে ছন্দে দুই চরণের শেষ অক্ষরে বা অন্ত্যধ্বনির সমতা নেই। মিলমিলাও, মিলমিশ — সদ্ভাব, বনিবনা।