মীড়

মীড় [ mīḍ় ] মিড় এর. বর্জি. বানান।

মীটিং

মীটিং [ mī়ṭi ] মিটিং- এর বর্জি বানান।

মিসি

মিসি [ misi ] মিশি [ miśi ] -র বর্জি. বানান (‘বুড়ী দিত দাঁতে মিসি, বুড়ো গায়ে সাবান মাখ্ত’: দ্বি. রা)।

মিষ্টত্ব

মিষ্টতা, মিষ্টত্ব বি. মিষ্ট । মিষ্ট [ miṣṭa ] (কথ্য) মিষ্টি বিণ. 1 শর্করা বা মধুর মতো স্বাদযুক্ত (মিষ্টি দই, মিষ্টান্ন); 2 সুমধুর (মিষ্টি সুর, মিষ্টি গলা); 3 প্রীতিপদ (মিষ্টি ব্যবহার)। ☐ বি. মিঠাই, মিষ্টান্ন। [সং. √ মিষ্ + ত]।

মিষ্টতা

মিষ্টতা, মিষ্টত্ব বি. মিষ্ট । মিষ্ট [ miṣṭa ] (কথ্য) মিষ্টি বিণ. 1 শর্করা বা মধুর মতো স্বাদযুক্ত (মিষ্টি দই, মিষ্টান্ন); 2 সুমধুর (মিষ্টি সুর, মিষ্টি গলা); 3 প্রীতিপদ (মিষ্টি ব্যবহার)। ☐ বি. মিঠাই, মিষ্টান্ন। [সং. √ মিষ্ + ত]।

মিশ্ররাগ

মিশ্ররাগ বি. দুই বা ততোধিক রাগের মিলনে তৈরী রাগ।

মিশ্রণ

মিশ্রণ বি. 1 মিশ্রিতকরা বা হওয়া; 2 মিলন, সংযোগসাধন; 3 ভেজাল (দুধে জলের মিশ্রণ)।

মিশ্র

মিশ্র [ miśra ] বিণ. 1 মিশ্রিত, অন্যের বা অন্য কিছুর সঙ্গে মিশানো হয়েছে এমন (মিশ্র তরল); 2 অবিশুদ্ধ (মিশ্র ভাষা, মিশ্ররাগ); 3 (.গণি) জটিল, যৌগিক, টাকা-আনা পাউন্ড-শিলিং প্রভৃতি অর্থ-পরিমাণ-সম্বন্ধীয়, compound (মিশ্র যোগ, মিশ্র বিয়োগ)। ☐ বি. 1 (বিজ্ঞা.) মিশ্রিত দ্রব্য; 2 ব্রাহ্মণের উপাধি বা পদবিবিশেষ। [সং. √ মিশ্র্ + অ]। মিশ্রণ বি. 1 মিশ্রিতকরা বা হওয়া; 2 মিলন, সংযোগসাধন; 3 ভেজাল (দুধে জলের মিশ্রণ)। মিশ্ররাগ বি. দুই বা ততোধিক রাগের মিলনে তৈরী রাগ। মিশ্রিত বিণ. মিশানো হয়েছে এমন।

মেশামিশি

মেশামিশি বি. 1 আলাপ-পরিচয়; 2 ঘনিষ্ঠতা; 3 সংসর্গ।