মুখ দেখা

মুখ দেখা ক্রি. বি. 1 বিবাহের পূর্বে বর বা কনেকে আশীর্বাদের জন্য দেখা; 2 চেহারা দেখা (পয়সার মুখ দেখা)।

মুখপাত্র

মুখপাত্র বি. দল বা সম্প্রদায়ের প্রধান ব্যক্তি বা প্রতিনিধি।

মুখ ফেরানো

মুখ ফেরানো ক্রি. বি. প্রতিকূল হওয়া, বিমুখ হওয়া।

মুখ ফোটা

মুখ ফোটা ক্রি. বি. মুখ থেকে কথা বার হওয়া।

মুখ ফোলানো

মুখ ফোলানো ক্রি. বি. (অভিমান বা অসন্তোষের জন্য)। মুখ গোমড়া করা।