মুখ ছোটানো

মুখ ছোটানো ক্রি. বি. প্রচুর গালিগালাজ করা; অনর্গল বক্তৃতা করা।

মুখনাড়া

মুখঝামটা, মুখনাড়া বি. মুখভঙ্গিসহ গালিগালাজ বা তিরস্কার।

মুখঝামটা

মুখঝামটা, মুখনাড়া বি. মুখভঙ্গিসহ গালিগালাজ বা তিরস্কার।

মুখ দেখা

মুখ দেখা ক্রি. বি. 1 বিবাহের পূর্বে বর বা কনেকে আশীর্বাদের জন্য দেখা; 2 চেহারা দেখা (পয়সার মুখ দেখা)।

মুখচ্ছবি

মুখচ্ছটা, মুখচ্ছবি বি. মুখমণ্ডলের সৌন্দর্য।

মুখচ্ছটা

মুখচ্ছটা, মুখচ্ছবি বি. মুখমণ্ডলের সৌন্দর্য।