মুখকমল

মুখকমল বি. পদ্মফুলের মতো সুন্দর মুখ।

মুখ গোঁজা করা

মুখ গোঁজা করা ক্রি. বি. অভিমানাদির জন্য মুখ ভার করা বা গোমড়া করা।

মুখচন্দ্রিকা

মুখচন্দ্রিকা বি. 1 মুখের জোত্স্না অর্থাত্ মুখের সুন্দর দীপ্তি; 2 বরকন্যার শুভদৃষ্টি।

মুখ চলা

মুখ চলা ক্রি. বি. কথা গালাগালি বা আহার চলতে থাকা (কাজও করছে, মুখ ও চলছে)।

মুখ চাওয়া

মুখ চাওয়া ক্রি. বি. 1 কারও সাহায্যের প্রত্যাশী হওয়া; 2 সম্মান রক্ষা করা (তোমার মুখ চেয়ে একাজ করেছি)।

মুখচাপা

মুখচাপা বিণ. সহজে কথা বলে না বা গুপ্ত কথা প্রকাশ করে না এমন।

মুখ চুন করা

মুখ চুন করা ক্রি. বি. ভয়লজ্জাদি হেতু মুখ বিবর্ণ করা।

মুখচোরা

মুখচোরা বিণ. লাজুক; কথা বলতে বা অলাপ করতে অপটু।