মুণ্ডমালিনী

মুণ্ডমালিনী বিণ. (স্ত্রী.) মুণ্ডমালাধারিণী। ☐ বি. কালিকাদেবী।

মুণ্ড

মুণ্ড [ muṇḍa ] বি. মাথা, মস্তক। [সং. √ মুণ্ড্ + অ]। মুণ্ডচ্ছেদ, মুণ্ডচ্ছেদন বি. মাথা কাটা মাথা কাটা যাওয়া। মুণ্ডপাত বি. 1 শিরশ্ছেদ, মুণ্ডচ্ছেদ; 2 (আল.) আভিশাপ, কঠোর তিরস্কার। মুণ্ডমালা বি. নরমুণ্ডে গাঁথা মালা। মুণ্ডমালিনী বিণ. (স্ত্রী.) মুণ্ডমালাধারিণী। ☐ বি. কালিকাদেবী।

মুদা

মুদা [ mudā ] (কথ্য) মোদা ক্রি. বি. মুদ্রিত বা নিমীলিত করা (‘ভাবিছে নয়ন মুদিয়া’, মুদে যাবে চোখের পলক’: রবীন্দ্র)। [প্রাকৃ. √মুদ্দ-তু. হি. √ মুঁদ]।

মোতানো

মুতানো, মোতানো ক্রি. বি. প্রস্রাব করানো।

মুড়মুড়ে

মুড়-মুড়ে বিণ. মুড়মুড় শব্দ করে এমন।

মুড়মুড়

মুড়-মুড় [ muḍ়-muḍ় ] বি. (হালকা জিনিসের) মৃদু মড়মড় শব্দ (মুড়মুড় করে পাঁপড় চিবানো)। [ধ্বন্যা.]। মুড়-মুড়ে বিণ. মুড়মুড় শব্দ করে এমন।

মুঠোমুঠো

মুঠা-মুঠা, মুঠোমুঠো বিণ. 1 অনেক মুঠো (মুঠোমুঠো ধুলো); 2 (আল.) অনেক (মুঠোমুঠো টাকা)।

মুঠামুঠা

মুঠা-মুঠা, মুঠো-মুঠো বিণ. 1 অনেক মুঠো (মুঠোমুঠো ধুলো); 2 (আল.) অনেক (মুঠোমুঠো টাকা)।

মুঠো

মুঠ, মুঠা, মুঠি, মুঠো [ muṭha, muṭhā, muṭhi, muṭhō ] বি. 1 মুষ্টি, সংকুচিত করতল (মুঠিভরা ফুল, ‘মুঠোয় ভরি গোটা ভুবনটাই’: শ. ঘো.); 2 অধিকার, কবল (জমিদারের মুঠি থেকে বেরিয়ে আসা, মুঠোয় পাওয়া)। ☐ বি. মুষ্টি-পরিমিত (একমুঠো চাল)। [সং. মুষ্টি]। মুঠা-মুঠা, মুঠো-মুঠো বিণ. 1 অনেক মুঠো (মুঠোমুঠো ধুলো); 2 (আল.) অনেক (মুঠোমুঠো টাকা)।