মুদ্রাবিজ্ঞান
মুদ্রাবিজ্ঞান বি. (প্রধানত প্রাচীন যুগের) মোহর টাকা ইত্যাদি সম্বন্ধীয় বিদ্যা বা জ্ঞান, numismatics.
মুদ্রাযন্ত্র
মুদ্রাযন্ত্র বি. ছাপানোর তুলনায় মুদ্রার অর্থাত্ টাকার অস্বাভাবিক পরিমাণ বৃদ্ধি, inflation.
মুদ্রা
মুদ্রা [ mudrā ] বি. 1 ধাতুর চাকতির টাকা পয়সা ইত্যাদি; 2 ধন, অর্থ (মুদ্রাস্ফীতি); 3 সিলমোহর (মুদ্রাঙ্কিত); 4 ছাপ; 5 উপাসনার সময় বিবিধ ভঙ্গিতে করাঙ্গুলিবিন্যাস (অভয়মুদ্রা, বরমুদ্রা); 6 নাচের অঙ্গভঙ্গি; 7 অঙ্গভঙ্গি (মুদ্রাদোষ)। 8 তান্ত্রিকের সাধনার পঞ্চ ‘ম’-কার-এর একটি; 9 মদের চাট; 10 (জ্যোতিষ.) করতলে বা পদতলে মোহরসদৃশ চিহ্ন। [সং. √ মৃদু + র + আ]। মুদ্রাকর বি. যে ব্যক্তি ছাপাখানায় পুস্তকাদি ছাপে। মুদ্রাক্ষর বি. ছাপার কাজে ব্যবহৃত ধাতব অক্ষর, printing type. মুদ্রাঙ্কন বি. 1 ছাপ দেওয়া; 2 ছাপানো; 3 সিলমোহর করা। মুদ্রাঙ্কিত বিণ. মুদ্রাঙ্কন করা হয়েছে এমন। মুদ্রাদোষ বি. ভাবভঙ্গির বা কথা বলার ধরনের অস্বাভাবিক অভ্যাস। মুদ্রাবিজ্ঞান বি....