মুরছা

মুরছা [ murachā ] বি. মূর্ছা -র কোমল রূপ। ☐ ক্রি. (কাব্যে) মূর্ছিত হওয়া, মূর্ছা যাওয়া। মুরছিত বিণ. (কাব্যে) মূর্ছিত।

মুন্ডি

মুন্ডি1 [ munḍi1 ] বি. গুটিকাকৃতি মিঠাইবিশেষ (রসমুন্ডি)। [বাং. মন্ডা + ই]। মুন্ডি2 [ munḍi2 ] বি. মুন্ডু, মাথা (টাকা পাবি না তোর মুন্ডি পাবি)। ☐ বিণ. মুণ্ডযুক্ত (নেড়ামুন্ডি) [সং. মুণ্ড]।

মুদ্দোফরাশ

মুদ্দাফরাশ, মুদ্দোফরাশ [ muddā-pharāśa, muddō-pharāśa ] মুর্দাফরাশ এর কথ্য রূপ।

মুদ্দাফরাশ

মুদ্দাফরাশ, মুদ্দোফরাশ[ muddā-pharāśa, muddō-pharāśa ] মুর্দাফরাশ এর কথ্য রূপ।

মুনাফেক

মুনাফিক, মুনাফেক [ munā-phika, munā-phēka ] বিণ. বি. ভণ্ড, অসত্ (‘দিনের বেলায় ধরেছিলে এই মুনাফেকদের চুরি’: নজরুল)। [আ. মুনাফিক]।

মুনাফিক

মুনাফিক, মুনাফেক [ munā-phika, munā-phēka ] বিণ. বি. ভণ্ড, অসত্ (‘দিনের বেলায় ধরেছিলে এই মুনাফেকদের চুরি’: নজরুল)। [আ. মুনাফিক]।

মুদ্রাকর

মুদ্রাকর বি. যে ব্যক্তি ছাপাখানায় পুস্তকাদি ছাপে।

মুদ্রাক্ষর

মুদ্রাক্ষর বি. ছাপার কাজে ব্যবহৃত ধাতব অক্ষর, printing type.