মূর্বিকা

মূর্বিকা, মূর্বী [ mūrbikā, mūrbī ] মূর্বা -র রূপভেদ।

মূর্তিমতী

মূর্তিমতী স্ত্রী. মূর্তিমান। মূর্তিমন্ত, মূর্তিমান (-মত্) বিণ. 1 মূর্তিবিশিষ্ট, দেহধারী, সাকার; 2 স্পষ্ট, প্রত্যক্ষ, সাক্ষাত্ (মূর্তিমান শয়তান)

মূর্তিমান

মূর্তিমন্ত, মূর্তিমান (-মত্) বিণ. 1 মূর্তিবিশিষ্ট, দেহধারী, সাকার; 2 স্পষ্ট, প্রত্যক্ষ, সাক্ষাত্ (মূর্তিমান শয়তান) স্ত্রী.মূর্তিমতী।

মূর্তিমন্ত

মূর্তিমন্ত, মূর্তিমান (-মত্) বিণ. 1 মূর্তিবিশিষ্ট, দেহধারী, সাকার; 2 স্পষ্ট, প্রত্যক্ষ, সাক্ষাত্ (মূর্তিমান শয়তান) স্ত্রী.মূর্তিমতী।

মূর্তিধারণ

মূর্তিধারণ, মূর্তিপরিগ্রহ বি. (অশরীরীর) শরীর ধারণ, দেহধারণ।

মূর্তি

মূর্তি [ mūrti ] বি. 1 দেহ, শরীর (মূর্তিমান); 2 আকৃতি, চেহারা, রূপ (সৌম্যমূর্তি); 3 প্রতিমা (মূর্তিপূজা)। [সং. √ মূর্ছ্ + তি]। মূর্তিধারণ, মূর্তিপরিগ্রহ বি. (অশরীরীর) শরীর ধারণ, দেহধারণ। মূর্তিপূজা বি. সাকার-উপাসনা, প্রতিমাপূজা। মূর্তিমন্ত, মূর্তিমান (-মত্) বিণ. 1 মূর্তিবিশিষ্ট, দেহধারী, সাকার; 2 স্পষ্ট, প্রত্যক্ষ, সাক্ষাত্ (মূর্তিমান শয়তান) স্ত্রী.মূর্তিমতী।

মূর্ছিতা

মূর্ছিতা স্ত্রী. মূর্ছিত। মূর্ছিত বিণ. 1 মোদগ্রস্ত; 2 অচেতন, জ্ঞানহারা; 3 প্রতিফলিত।

মূর্ছাভঙ্গ

মূর্ছাভঙ্গ বি. মোহপ্রাপ্ত বা অচৈতন্য অবস্হার অবসান, অচেতন অবস্হা থেকে পুনরায় চেতনালাভ।