মোট কথা

মোট কথা–বি. মোটমাট বক্তব্য, ফলকথা; সব মিলে যা দাঁড়াল তাই।

মাথার ঘায়ে কুকুর পাগল

মাথার ঘায়ে কুকুর পাগল–(প্র.) অত্যন্ত অসুবিধাজনক ও অস্বস্তিকর ঝামেলায় ব্যতিব্যস্ত অবস্হা।

ম–বাংলা ভাষার পঞ্চবিংশ ব্যঞ্জনবর্ণ এবং নাসিকা ওষ্ঠ্য ম্ ধ্বনির বর্ণরূপ।