মেছুয়াঘেরি

মেছুয়াঘেরি বি. মাছ-চাষের জন্য নদী খাল ইত্যাদির যে অংশ ঘিরে রাখা হয়।

মেছেতা

মেচেতা, মেছেতা [ mēcētā, mēchētā ] বি. মুখমণ্ডলে উত্পন্ন ক্ষুদ্র কালো দাগ। [দেশি]।

মেচেতা

মেচেতা, মেছেতা [ mēcētā, mēchētā ] বি. মুখমণ্ডলে উত্পন্ন ক্ষুদ্র কালো দাগ। [দেশি]।

মেঘজাল

মেঘজাল বি. 1 মেঘের আড়ম্বর, ঘনঘটা; 2 মেঘপুঞ্জ।

মেঘডুম্বুর শাড়ি

মেঘডম্বর শাড়ি, (কথ্য) মেঘডুম্বুর শাড়ি বি. মেঘবর্ণ শাড়ি, নীলাম্বরী শাড়ি।

মেঘডম্বর শাড়ি

মেঘডম্বর শাড়ি, (কথ্য) মেঘডুম্বুর শাড়ি বি. মেঘবর্ণ শাড়ি, নীলাম্বরী শাড়ি।

মেঘনাদ

মেঘনাদ বি. 1 মেঘের গর্জন; 2 রাবণপুত্র ইন্দ্রজিত্। ☐ বিণ. মেঘের গম্ভীর গর্জন। ☐ বিণ. ওই গর্জনের মতো।