ম মেজর মেজর [ mē়jara ] বি. স্হলবাহিনীতে ক্যাপটেন-এর অব্যবহিত ঊর্ধ্বতন পদ, উচ্চ সামরিক পদবিশেষ। [ইং. major]। মেজরজেনারেল বি. প্রধান মেজর।
ম মেজ মেজ1 [ mē়ja1 ] বি. টেবিল। [ফা. মেজ্]। মেজ2 [ mēja2 ] বিণ. (সমাসে পূর্বপদে) মেজো, মধ্যম, দ্বিতীয় (মেজদা, মেজদি)। [তু. বাং. মাঝ]।
ম মেছুয়ানি মেছুয়ানি, মেছুনি স্ত্রী. মেছুয়া । মেছুয়া [ mēchuẏā ] কথ্য. মেছো বি. 1 মাছবিক্রেতা; 2 জেলে। ☐ বিণ. 1 মাছসম্বন্ধীয়; 2 যেখানে মাছ বিক্রি হয় এমন (মেছোবাজার, মেছুয়া হাটা); 3 মাছ খায় এমন (মেছো কুমির)। [বাং. মাছ + উয়া > ও]।