ম মেধা মেধা [ mēdhā ] বি. 1 ধীশক্তি, বোধশক্তি; 2 স্মরণশক্তি। [সং. √ মেধ্ + অ + আ]। মেধাবী (-বিন্) বিণ. 1 ধীমান, বুদ্ধিমান; 2 স্হিরবুদ্ধি। স্ত্রী. মেধাবিনী
ম মেদ মেদ [ mēda ] বি. প্রাণীদেহে চামড়ার নীচে সঞ্চিত চর্বি বা বসা। [সং. মেদস্]। মেদবহুল বিণ. প্রচুর মেদ আছে এমন (মেদবহুল দেহ)।
ম মেথর মেথর [ mēthara ] বি. 1 যে মল সাফ করে, ভাঙ্গি; 2 যে ময়লা সাফ করে, ঝাড়ুদার। [ফা. মেহ্তর্]। মেথরগিরি বি. মেথরের কা়জ। মেথরানি বি. (স্ত্রী.) 1 মেথরের পত্নী; 2 স্ত্রী-মেথর।