মৈত্র্য

মৈত্রী, মৈত্র্য বি. 1 মিত্রতা, বন্ধুত্ব; সৌহার্দ্য; 2 সন্ধি, সহযোগ।

মৈত্রী

মৈত্রী, মৈত্র্য বি. 1 মিত্রতা, বন্ধুত্ব; সৌহার্দ্য; 2 সন্ধি, সহযোগ।

মৈত্রেয়

মৈত্রেয় বিণ মিত্রসম্বন্ধীয়। ☐ বি. 1 বুদ্ধদেব; ভাবী বুদ্ধ; 3 মুনিবিশেষ।

মৈত্র

মৈত্র [ maitra ] বিণ. মিত্রসম্বন্ধীয়, বন্ধুবিষয়ক বা বন্ধুতাবিষয়ক। ☐ বি. 1 মিত্রতা, বন্ধুত্ব; সৌহার্দ্য; 2 বাঙালি ব্রাহ্মণের পদবিবিশেষ। [সং. মিত্র + অ]। মৈত্রী, মৈত্র্য বি. 1 মিত্রতা, বন্ধুত্ব; সৌহার্দ্য; 2 সন্ধি, সহযোগ। মৈত্রেয় বিণ মিত্রসম্বন্ধীয়। ☐ বি. 1 বুদ্ধদেব; ভাবী বুদ্ধ; 3 মুনিবিশেষ।

মেহেদি

মেহেদি, মেহেন্দি [ mēhēdi, mēhēndi ] বি. চিরসবুজ ছোটো গাছবিশেষ, হেনা ফুল বা তার গাছ বা পাতা। [হি. মেদ্দি < সং. মেন্ধী]।

মেহমান

মেহমান [ mēha-māna ] বি. অতিথি। [ফা. মিহ্মান]। মেহমানদারি বি. অতিথির সেবা, অতিথিসত্কার।

মেহফিল

মেহফিল [ mēha-phila ] মহফিল [mahaphila]- এর রূপভেদ।

মেহনতি

মেহনতি বিণ. মেহনতকারী, শ্রমজীবী (মেহনতি মানুষ)। ☐ বি. মেহনতের মজুরি, পারিশ্রমিক।

মেহনত

মেহনত [ mēha-nata ] বি. (প্রধানত দৈহিক) পরিশ্রম বা খাটুনি। [আ. মিহ্নত্]। মেহনতি বিণ. মেহনতকারী, শ্রমজীবী (মেহনতি মানুষ)। ☐ বি. মেহনতের মজুরি, পারিশ্রমিক।