ম মোক্তার মোক্তার [ mōktāra ] বি. 1 অপেক্ষাকৃত নিম্নশ্রেণিভুক্ত আইনজীবী; 2 মোকদ্দমা চালাবার জন্য নিযুক্ত প্রতিনিধি, আমমোক্তার। [আ. মুখ্তা + আর]। মোক্তারনামা বি. আমমোক্তার নিয়োগপত্র। মোক্তারি বি. মোক্তারের বৃত্তি (মহকুমা আদালতে মোক্তারি করে)।
ম মোক্তা মোক্তা1 [ mōktā1 ] বিণ. মোটামুটি, গড়পড়তা (মোক্তা হিসাব)। [আ. মুকাত্তা]। মোক্তা2 [ mōktā2 ] (-ক্তৃ) বিণ. মোচনকর্তা, মুক্তিদাতা। [সং.√ মুচ্ + তৃ]।
ম মৈথিল মৈথিল [ maithila ] বিণ. মিথিলাদেশীয়, মিথিলায় বাস করে এমন। ☐ বি. 1 মিথিলার অধিপতি জনক। [সং. মিথিলা + অ]। মৈথিলী বি. (স্ত্রী.) 1 মিথিলার রাজকন্যা সীতা; 2 মিথিলার ভাষা।