মোগল
মোগল, মুঘল [ mōgala, mughala ] বি. 1 মধ্য এশিয়া থেকে ভারতে আগত এবং বাবরের নেতৃত্বে ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিল যে বংশ; 2 (বর্ত. বিরল) মধ্য এশিয়ার মোঙ্গল বংশ। [ফা. মুগল]। মোগলাই বিণ. মোগলসুলভ; মোগলদের মধ্যে প্রচলিত; মোগল-সম্বন্ধীয়। মোগলাই পরোটা ডিম পেঁয়াজ মশলা প্রভৃতির পুর দিয়ে তৈরি পরোটা।