মোচ্য

মোচনীয়, মোচ্য বিণ. মোচনের যোগ্য, ছাড়া পাবার বা ছা়ড়ানোর উপযুক্ত।

মোচনীয়

মোচনীয়, মোচ্য বিণ. মোচনের যোগ্য, ছাড়া পাবার বা ছা়ড়ানোর উপযুক্ত।

মোচন

মোচন [ mōcana ] বি. 1 মুক্তিদান; 2 উন্মুক্ত করা, উদ্ঘাটন (দ্বার মোচন); 3 অপনোদন, দূরীকরণ (দুঃখমোচন, অভাবমোচন); 4 ত্যাগ, নিক্ষেপ (অশ্রুমোচন, শরমোচন)। [সং. &tick মুঢ়্ + ণিচ্ + অন]। মোচনীয়, মোচ্য বিণ. মোচনের যোগ্য, ছাড়া পাবার বা ছা়ড়ানোর উপযুক্ত। মোচিত বিণ. মোচন করা হয়েছে এমন। মোচী বিণ. মোচন করে বা খসায় এমন (পর্ণমোচী)।

মোচড়া

মোচড়া [ mōcaḍ়ā, ] মুচড়া -র চলিত রূপ।

হাফ মোজা

হাফ-মোজা বি. পায়ের আঙ্গুল থেকে পায়ের ডিম পর্যন্ত ঢাকে এমন মোজা।

মোজা

মোজা [ mōjā ] বি. রেশম পশম ইত্যাদির তৈরি পায়ের আবরণ। [ফা. মোজহ্]। ফুল-মোজা বি. হাঁটু থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত ঢাকে এমন মোজা। হাফ-মোজা বি. পায়ের আঙ্গুল থেকে পায়ের ডিম পর্যন্ত ঢাকে এমন মোজা। হাত-মোজা বি. দস্তানা।

মোচ্ছব

মোচ্ছব [ mōcchaba ] মচ্ছব -এর বানানভেদ (ছেলের বিয়েতে মোচ্ছব লেগে গেছে)।

মোচাকৃতি

মোচাকৃতি বিণ. মোচার মতো আকৃতিবিশিষ্ট; (স. প.) শাঙ্কবাকার, conical

মোচা

মোচা [ mōcā ] বি. 1 (বাং.) কলার ফুল বা মঞ্জরি; 2 কলাগাছ। [সং. মোচক > প্রাকৃ. মোচঅ]। মোচাকৃতি বিণ. মোচার মতো আকৃতিবিশিষ্ট; (স. প.) শাঙ্কবাকার, conical

মোক্ষণ

মোক্ষণ বি. 1 মোচন; 2 ক্ষরণ, নিঃসারণ (রক্তমোক্ষণ)।