মোট

মোট1 [ mōṭa1 ] বিণ. আসল, সার, মোদ্দা (মোট কথা)। [হি. মোট]। মোট কথা বি. সার কথা, আসল কথা। মোট2 [ mōṭa2 ] বি. সমষ্টি। ☐ বিণ. সর্বসমেত (মোট হিসাব, মোট দশজন)। [সং. সমষ্টি]। মোটমাট ক্রি-বিণ. মোটামুটিভাবে, একুনে, সর্বসমেত (মোটমাট কতজন এল?)। মোটামুটি বিণ. ক্রি-বিণ. 1 স্হূল হিসাবে (মোটামুটিভাবে, একুনে, সর্বসমেত (মোটমাট কতজন এল?)। 2 স্হূল হিসাবে (মোটামুটি একমাস); 3 স্হূলভাবে (মোটামুটি জানি)। মোটে ক্রি-বিণ. 1 সাকল্যে, একুনে, মোট হিসাবে; 2 সবেমাত্র (মোটে তো এলাম); 3 আদৌ (মোটে পড়াশুনা করে না); 4কেবল (মোটে এতটুকু ?)। মোটেই ক্রি-বিণ. একবারেই, আদৌ, একটুও (মোটেই ভালো নয়, মোটেই সত্যি নয়)। মোটের উপর ক্রি-বিণ. স্হূলত,...

মোজেইক

মোজেইক [ mōjēika ] বি. ঘরের মেঝে ইত্যাদিতে রঙ্গিন পাথরের টুকরো দিয়ে জোড়া সুদৃশ্য আস্তরণ। [ইং. mosaic]।

মোটর

মোটর [ mōṭara ] বি. 1 বিদ্যুত্-চালিত যে-যন্ত্র অন্য যন্ত্রাদিকে চালিত করে; 2 ডিজেল পেট্রল প্রভৃতি জ্বালানির দ্বারা উত্পন্ন শক্তিতে চলে এমন গাড়িবিশেষ। মোটরসাইকেল, মোটরবাইক বি. পা দিয়ে চালাতে হয় না এমন দুই চাকার মোটর চালিত যানবিশেষ। [ইং motor.]।

মোটমাট

মোটমাট ক্রি-বিণ. মোটামুটিভাবে, একুনে, সর্বসমেত (মোটমাট কতজন এল?)।

মোটামুটি

মোটামুটি বিণ. ক্রি-বিণ. 1 স্হূল হিসাবে (মোটামুটিভাবে, একুনে, সর্বসমেত (মোটমাট কতজন এল?)। 2 স্হূল হিসাবে (মোটামুটি একমাস); 3 স্হূলভাবে (মোটামুটি জানি)।

মোটে

মোটে ক্রি-বিণ. 1 সাকল্যে, একুনে, মোট হিসাবে; 2 সবেমাত্র (মোটে তো এলাম); 3 আদৌ (মোটে পড়াশুনা করে না); 4কেবল (মোটে এতটুকু ?)।

মোচন

মোচন [ mōcana ] বি. 1 মুক্তিদান; 2 উন্মুক্ত করা, উদ্ঘাটন (দ্বার মোচন); 3 অপনোদন, দূরীকরণ (দুঃখমোচন, অভাবমোচন); 4 ত্যাগ, নিক্ষেপ (অশ্রুমোচন, শরমোচন)। [সং. &tick মুঢ়্ + ণিচ্ + অন]। মোচনীয়, মোচ্য বিণ. মোচনের যোগ্য, ছাড়া পাবার বা ছা়ড়ানোর উপযুক্ত। মোচিত বিণ. মোচন করা হয়েছে এমন। মোচী বিণ. মোচন করে বা খসায় এমন (পর্ণমোচী)।

মোচড়া

মোচড়া [ mōcaḍ়ā, ] মুচড়া -র চলিত রূপ।