মোটা
মোটা [ mōṭā ] বিণ. 1 মাংসল, মেদবহুল (মোটা শরীর); 2 স্হূল, পুরু (মোটা কাপড়); 3 সরু বা মিহির বিপরীত (মোটা চাল); 4 ভারী (মোটা গলা); 5 ভোঁতা (মোটা বুদ্ধি); 6 অনেক, অধিক (মোটা লাভ, মোটা মাইনে, মোটা টাকা); 7 সহজ, সাধারণ (মোটা হিসাব); 8 নিপুণতাহীন, অসূক্ষ্ম (মোটা কাজ)। [দেশি]। মোটানো ক্রি. বি. মোটা হওয়া, স্হূলাঙ্গ হওয়া (সে খুব মুটিয়েছে)। মোটামাথা বিণ. নির্বোধ, স্হূলবুদ্ধি। মোটাসোটা বিণ. হৃষ্টপুষ্ট।
মোটরসাইকেল
মোটরসাইকেল, মোটরবাইক বি. পা দিয়ে চালাতে হয় না এমন দুই চাকার মোটর চালিত যানবিশেষ। [ইং motor.]।