মোদী

মোদী [ mōdī ] (-দিন্) বিণ. 1 সুখকর; আনন্দদায়ক; 2 হর্ষযুক্ত।। [সং. √ মুদ্ + ণিচ্ + ইন্] [সং. √ মুদ্ + ইন]। স্ত্রী. মোদিনী।

মোদক

মোদক1 [ mōdaka1 ] বি. 1 ময়রা, হিন্দুজাতিবিশেষ; 2 মোয়া, নাড়ু; 3 ভাং চিনি ইত্যাদি দ্বারা প্রস্তুত কবিরাজি ওষুধবিশেষ। [সং. √ মুদ্ + ণিচ্ + অক]। মোদক2 [ mōdaka2 ] বিণ. আনন্দদায়ক, (আমোদক)। [মোদক 1 দ্র]।

মোতিম

মোতিম বিণ. (প্রা.কা.) মুক্তানির্মিত (‘মোতিম হারে’)।

মোতি

মোতি [ mōti ] বি. মুক্তা। [সং. মৌক্তিক]। মোতিচুর বি. মিঠাইবিশেষ, মিহিদানা। মোতিম বিণ. (প্রা.কা.) মুক্তানির্মিত (‘মোতিম হারে’)।

মোড়লি

মোড়লি বি. 1 মোড়লের পদ বা কাজ; 2 (ব্যঙ্গে) অনাবশ্যক বা অবাঞ্ছিত কর্তৃত্ব, মাতব্বরি।

মোড়ল

মোড়ল [ mōḍ়ka ] বি. 1 গ্রামের প্রধান ব্যক্তি, গ্রামণী; 2 দলের প্রধান ব্যক্তি, সর্দার, পাণ্ডা; 3 মণ্ডল। [সং. মণ্ডল]।

মোড়ক

মোড়ক [ mōḍ়ka ] বি. পুরিয়া, পুলিন্দা, প্যাকেট। [হি. মোড়ক]।

মোবারক

মোবারক, মুবারক [ mōbāraka, mubāraka ] বি. শুভ, মঙ্গল। [আ. মুবারক]।

মোনাবিস

মোনাবিস [ mōnābisa] মুনাসিব [munāsiba ] -এর রূপভেদ।